ইরাকের মুদ্রার নাম কি

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালে ইরাকের মুদ্রার নাম কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে । যদি আপনি না জেনে থাকেন ইরাকের মুদ্রার নাম কি তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন। এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন ইরাকের মুদ্রার নাম কি। চলুন জেনে নেয়া যাক ইরাকের মুদ্রার নাম কি।

ইরাকের মুদ্রার নাম কি

ইরাকের মুদ্রার নাম হলো ইরাকি দিনার। ইরাকি দিনার  মূল্য মার্কিন ডলারের সঙ্গে স্থির রাখা হয়। ইরাকি দিনার ইরাকের সেন্ট্রাল ব্যাঙ্ক দ্বারা জারি করা হয়। এবং ১০০০ ফিলস এ উপবিভক্ত করা হয়৷ যদিও মুদ্রাস্ফীতি ১৯৯০ সাল থেকে ফাইলগুলিকে নিষিদ্ধ   করে দিয়েছে। যার কারণে মুদ্রাস্ফীতি ফিলস আর প্রচলন নেই। বর্তমানে ইরাকে ব্যাঙ্কনোট প্রচালিত রয়েছে ৫০,২৫০,৫০০,১০০০,৫০০০,১০০০, ও ২৫০০০ এবং দিনারেে কয়েন প্রচালিত রয়েছে ২৫ ৫০ ১০০ দিনার। ইরাকের মুদ্রা ইরাকি দিনারের কোড হলো আইকিউডি। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url