ইরাকের প্রেসিডেন্ট এর নাম কি

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের এই টিউটোরিয়ালে ইরাকের প্রেসিডেন্ট এর নাম কি এবং ইরাকের প্রেসিডেন্ট এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করা হবে। আপনি যদি ইরাকের প্রেসিডেন্ট এর নাম কি এটা জানতে চান তাহলে এই টিউটোরিয়াল টি  আপনার জন্য যার মাধ্যমে আপনি ইরাকের প্রেসিডেন্ট এর নাম কি এবং ইরাকের প্রেসিডেন্ট এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক। 

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

ইরাকের প্রেসিডেন্ট এর নাম কি

ইরাকের প্রেসিডেন্ট এর নাম হলো বারহাম সালিহ। বারহাম সালিহ ইরাকের অষ্টম তম প্রেসিডেন্ট। ইরাকের জাতীয় সংসদের আসন সংখ্যা হলো ২৭৫ টি।  ইরাকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালে ডিসেম্বর। 2009 সালের ইরাকি কুর্দিস্তান আইনসভা নির্বাচনে কুর্দিস্তানি তালিকার নেতৃত্ব দেন বারহাম সালিহ। তিনি 111টি আসনের মধ্যে 59টি আসন পেয়েছে। বারহাম সালিহ কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নেশারভান ইদ্রিস বারজানির স্থলাভিষিক্ত হন। ২০১৮ সালে ২ অক্টোবরে  ইরাকের অষ্টম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। বারহাম সালিহ ২১৯ ভোট পান এবং ২২ ভোট পেয়ে ফুয়াদ হোসেনকে পরাজিত করেন।


বারহাম সালিহ জন্ম ১২ সেপ্টেম্বর ১৯৬০ সালে। বারহাম সালিহ এর বয়স হলো ৬৩ বছর। বারহাম সালিহ ১৯৮৩ সালে কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮৭ সালে বারহাম সালিহ লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং-এ পরিসংখ্যান এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। হামিদ কারজাই এর স্ত্রীর নাম হলো সরবাগ সালিহ। হামিদ কারজাই এর পূর্বসূরী ছিলেন  ফুয়াদ মাসুম এবং উত্তরসূরী হলো আব্দুল লতিফ রশিদ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ