ইরানের আয়তন কত

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালে ইরানের আয়তন কত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে । যদি আপনি না জেনে থাকেন ইরানের আয়তন কত তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন। এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন ইরানের আয়তন কত। চলুন জেনে নেয়া যাক ইরানের আয়তন কত।

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

ইরানের আয়তন কত 

ইরানের আয়তন হলো ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার বা ৬,৩৬,৩৭২ বর্গ মাইল। আয়তনের দিক দিয়ে ইরান বিশ্বের ১৮ তম রাষ্ট্র। ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। এবং পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র হলো ইরান। ইরান মোটামুটি ত্রিভুজাকৃতির একটি দেশ। ইরানের  দীর্ঘতম বাহু প্রায় ২,৫০০ কিলোমিটার দীর্ঘ। যা  উত্তর-দক্ষিণে ইরানের সর্বোচ্চ বিস্তার হলো ১,৬০০ কিলোমিটার, এবং পূর্ব-পশ্চিমে ১,৭০০ কিলোমিটার। ইরানে জলভাগ হলো ৭ %। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ