প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে বাহরাইন কোন মহাদেশ অবস্থিত এবং বাহরাইনের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি বাহরাইন কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি বাহরাইন কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
বাহরাইন কোন মহাদেশে অবস্থিত
বাহরাইন এশিয়া মহাদেশে অবস্থিত। বাহরাইন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ রাষ্ট্র। পারস্য উপসাগরের পশ্চিম অংশের ৩৬টি দ্বীপ নিয়ে বাহরাইন রাষ্ট্র। বাহরাইনের পূর্বে কাতার ও পশ্চিমে সৌদী আরব। বাহরাইনের সবচেয়ে বড় দ্বীপটি বাহরাইন নামে পরিচিত। বাহরাইন দ্বীপটির বেশির ভাগ অংশ মরুময় ঊষর নিম্নভূমি। বাহরাইনের বৃহত্তম শহর ও রাজধানী নাম হলো মানামা।
0 মন্তব্যসমূহ