ফিলিপাইন কোন মহাদেশে অবস্থিত
প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে ফিলিপাইন কোন মহাদেশ অবস্থিত এবং ফিলিপাইনের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি ফিলিপাইন কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি ফিলিপাইন কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
ফিলিপাইন কোন মহাদেশে অবস্থিত
৭,৬৪১ দ্বীপ নিয়ে এশিয়া মহাদেশে ফিলিপাইন অবস্থিত। সরকারীভাবে এর নামকরণ করা হয় ফিলিপাইন প্রজাতন্ত্র। ম্যানিলা হলো ফিলিপাইনের রাজধানীর নাম। ফিলিপাইনের দ্বীপপুঞ্জের মোট জমির পরিমাণ হলো ৩,০০,০০০ বর্গ কিলোমিটার। বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইনের ১,০৫,০০০ বর্গকিলোমিটার আকারে সবচেয়ে বড় দ্বীপটি হলো লুসোন। আর প্রায় ৯৫,০০০ বর্গকিলোমিটার আকারে দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি হলো মিন্দনাও।