প্রশ্নঃ দেশে বর্তমানে পানি নিয়ে আলোচিত আতঙ্ক কোনটি?
উত্তরঃ পানিতে আর্সেনিক আতঙ্ক।
প্রশ্নঃ বাংলাদেশের কয়টি জেলার পানিতে আর্সেনিকের সন্ধান পাওয়া যায়?
উত্তরঃ প্রায় ৬১টি জেলায়।
প্রশ্নঃ আর্সেনিকের সংকেত কী?
উত্তরঃ As.
প্রশ্নঃ আর্সেনিক কত প্রকার ও কী কী?
উত্তরঃ ২ প্রকার জৈব আর্সোনিক ও অজৈব আর্সোনিক।
প্রশ্নঃ পানি চুক্তি কয়টি ভাষার সম্পাদিত হয় এবং কী কী?
উত্তরঃ ৩টি, বাংলা,ইংরেজি,হিন্দি।
প্রশ্নঃ আর্সেনিক দূষণের প্রধান কারণ কী?
উত্তরঃ ভূ-তাত্ত্বিক।
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়?
উত্তরঃ টুঙ্গিপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে।
প্রশ্নঃ বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন -B।
প্রশ্নঃ World Health Organization (WHO)-এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তরঃ ০.০৫ মিলিগ্রাম।
প্রশ্নঃ ঢাকায় আর্সেনিক বিষয়ক সম্মেলন হয় কবে? উত্তরঃ
উত্তরঃ ৮-১২ ফেব্রুয়ারি ১৯৯৮।
প্রশ্নঃ বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা কত?
উত্তরঃ ১.০১ মিলিগ্রাম।
প্রশ্নঃ ভূ-অভ্যন্তরের পানি ব্যবহারে ক্ষতিকর প্রভাব কী?
উত্তরঃ আর্সেনিক দূষণ।
প্রশ্নঃ মহাকর্ষীয় জল কাকে বলা হয়?
উত্তরঃ মাটির নিচের পানিকে।
প্রশ্নঃ বাংলাদেশে সেচ কাজে কোন পানি ব্যবহার করা হয়?
উত্তরঃ ভূ-উপরিভাগের পানি,অভ্যন্তরস্থ পানি ও বৃষ্টির পানি।
প্রশ্নঃ বাংলাদেশে সেচের আওতায় মোট আবাদি উত্তরঃ জমির পরিমাণ কত?
উত্তরঃ ৩০%।
প্রশ্নঃ পানির সংকেত কী?
উত্তরঃ H২0।
প্রশ্নঃ ভারী পানির সংকেত কী?
উত্তরঃ D২0।
প্রশ্নঃ পানির Ph মান বলতে কী বুঝায়?
উত্তরঃ পানির ক্ষারত্ব।
প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬।
প্রশ্নঃ ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তিতে স্বাক্ষর করেন কে কে?
উত্তরঃ বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে এইচ.ডি. দেবগৌড়া।
প্রশ্নঃ ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
উত্তরঃ ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজের মোঘল ডাইনিং হলে।
প্রশ্নঃফারাক্কা চুক্তিতে পুরো শুষ্ক মৌসুমকে কতটি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ১৫টি।
প্রশ্নঃ বাংলাদেশ-ভারত পানি চুক্তি কবে থেকে কার্যকর হয়?
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯৭।
প্রশ্নঃআর্সেনিক মুক্ত পানি সংরক্ষণের জন্য কতটি গ্রামে প্রকল্প গ্রহণ করা হয়েছে?
উত্তরঃ ৪ হাজার গ্রামে।
প্রশ্নঃ আর্সেনিক মুক্ত করতে ব্যয় ধরা হয়েছে কত টাকা?
উত্তরঃ ১৭৮ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা।
প্রশ্নঃ ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত পানি চুক্তিতে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তরঃ ১২টি।
প্রশ্নঃ বাংলাদেশের সেচ কাজে জনপ্রিয় সেচ যন্ত্রের নাম কী?
উত্তরঃ শ্যালো টিউবওয়েল ।
প্রশ্নঃ পা চালিত অগভীর সেচ যন্ত্রের নাম কী?
উত্তরঃ তারা পাম্প বা প্যাডেল পাম্প।
প্রশ্নঃ বাংলাদেশে প্রায় পরিত্যক্ত সেচ প্রকল্প কোনটি? উত্তরঃ টাংগন প্রকল্প।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কী?
উত্তরঃ ভিস্তা বাঁধ প্রকল্প।
প্রশ্নঃ বাংলাদেশের আর্সেনিকের অস্তিত্ব রয়েছে কতটি উপজেলায়?
উত্তরঃ ৩২১টি উপজেলায়।
প্রশ্নঃ বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তরঃ ০.০৫ মিলিগ্রাম।
0 মন্তব্যসমূহ