স্বাস্থ্য বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন
উত্তরঃ গুটি বসন্তকে।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল হাসপাতালের নাম কী?
উত্তরঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
প্রশ্নঃ বাংলাদেশে খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
প্রশ্নঃ মা ও শিশু রাস্তা পক্ষ পালন শুরু হয় কখন?
উত্তরঃ ১৯৯৪ সালে।
প্রশ্নঃ কোন ভাইরাসের কারণে এইডস হয়?
উত্তরঃ এইচ আই ভি ।
প্রশ্নঃ HIV-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Human Immunodeficiency Virus.
প্রশ্নঃ আর্সেনিকের প্রতীক কী?
উত্তরঃ As
প্রশ্নঃ আর্সেনিকের বর্ণ কেমন?
উত্তরঃ সাদা পাউডারের মত ।
প্রশ্নঃ সার্স পূর্ণরূপ কী?
উত্তরঃ Severe Acute Respiratory Syndrome.
প্রশ্নঃ সার্স রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে?
উত্তরঃ করোনা।
প্রশ্নঃ দেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কৰে?
উত্তরঃ ৭ এপ্রিল ১৯৭৯।
প্রশ্নঃ EPI চালু হয় কবে?
উত্তরঃ ১৯৮৫ সালে ।
প্রশ্নঃ EPI কয়টি টিকা প্রদান করে?
উত্তরঃ ৯ টি।
প্রশ্নঃ EPI কী কী টিকা প্রদান করে?
উত্তরঃ যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, পোলিও মাইলাইটিস হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুবেলা।
প্রশ্নঃ NIPORT এর পূর্ণরূপ কী?
উত্তরঃ National Institute of Population Research and Training।
প্রশ্নঃ NIPORT কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার আজিমপুরে।
প্রশ্নঃ বাংলাদেশে খাবার স্যালাইন আবিষ্কার করে কারা?
উত্তরঃ কলেরা হাসপাতাল।
প্রশ্নঃ কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার মহাখালিতে।
প্রশ্নঃ ইউনিয়ন পর্যায়ে স্থাপিত সরকারি হাসপাতালের নাম কী?
উত্তরঃ পরিবার কল্যাণ কেন্দ্র।
প্রশ্নঃ MFSTC কোন ধরনের কেন্দ্র?
উত্তরঃ মা ও শিশু স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা।
প্রশ্নঃ MFSTC-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Mohammadpur Services & Training Centre।
প্রশ্নঃ বাংলাদেশে খাদ্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে।
প্রশ্নঃ রঙধনু কীসের প্রতীক?
উত্তরঃ স্বাস্থ্য সেবার।
প্রশ্নঃ সবুজ ছাতা কীসের প্রতীক?
উত্তরঃ স্বাস্থ্য পরিচর্যা সেবার।
প্রশ্নঃ বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ডাঃ মোঃ ইব্রাহিম।
প্রশ্নঃ বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র রয়েছে?
উত্তরঃ ১৫ টি।
প্রশ্নঃ সূর্যের হাসি কীসের প্রতীক?
উত্তরঃ পারিবারিক স্বাস্থ্য সেবার।
প্রশ্নঃ কোন কোন ভিটামিনের অভাবজনিত রোগকে ক্লিনিক্যাল রোগ বলা হয়?
উত্তরঃ এবি সি ডি।
প্রশ্নঃ বাংলাদেশে পরমাণু চিকিৎসা কেন্দ্রগুলো পরিচালনা করে কোন সংস্থা?
উত্তরঃ পরমাণু শক্তি কমিশন।
প্রশ্নঃকোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন এ।
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
প্রশ্নঃ ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ স্কার্ভি।
প্রশ্নঃ ভিটামিন ডি এর কোন রোগ হয়?
উত্তরঃ এডিস মশা।
প্রশ্নঃ স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন কতটি?
উত্তরঃ ১৩ টি।
প্রশ্নঃ ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম কী?
উত্তরঃ রিকেট।
প্রশ্নঃ বার্ড ফ্লু কী?
উত্তরঃ পাখির এক ধরনের ইনফ্লুয়েঞ্জা।
প্রশ্নঃ AIDS-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Acquired Immune Deficiency।