প্রশ্নঃ কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূ-খণ্ডের কতটুকু বনভূমি থাকা প্রয়োজন?
উত্তরঃ ২৫%।
প্রশ্নঃ বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত?
উত্তরঃ ২৫ লক্ষ হেক্টর বা ২৫ হাজার বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি।
প্রশ্নঃ বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃ সুন্দরবন
প্রশ্নঃ সুন্দরবনের মোট আয়তন কত?
উত্তরঃ ১০.০০০ বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? উত্তরঃ ৬,০১৭ বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট বা গরান বনভূমি কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
প্রশ্নঃ সুন্দরবন বাংলাদেশের কোন অঞ্চল অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ অঞ্চলে।
প্রশ্নঃ সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তরঃ ৫ টি।
প্রশ্নঃ ভাওয়াল ও মধুপুরের বনাঞ্চল কোথায় অবস্থিত? উত্তরঃ গাজীপুর ও টাঙ্গাইলে।
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় বন কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
প্রশ্নঃ চির হরিৎ বনাঞ্চল কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান।
প্রশ্নঃ উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল সৃজন করা হয়েছে কয়টি জেলায়?
উত্তরঃ ১০টি জেলায়।
প্রশ্নঃ ভাওয়াল ও মধুপুরের বনাঞ্চল কেন বিখ্যাত?
উত্তরঃ শাল বৃক্ষের জন্য।
প্রশ্নঃ বাংলাদেশের কোন বনের মধ্য দিয়ে বেশি নদী প্রবাহিত?
উত্তরঃ সুন্দরবন।
প্রশ্নঃ বৃক্ষ বইটির লেখক কে?
উত্তরঃ ড. কামাল সিদ্দিকী।
প্রশ্নঃ গাছের প্রাণ আছে এটা কে প্রথম প্রমাণ করেন?
উত্তরঃ বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু।
প্রশ্নঃ বাংলাদেশের কয়টি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই?
উত্তরঃ ২৮ টি।
প্রশ্নঃ সুন্দরবনে অভয়ারণ্য বলা হয় কোন কোন এলাকাকে?
উত্তরঃ হিরন পয়েন্ট, কাটকা ও আলকি দ্বীপকে।
প্রশ্নঃ সংরক্ষিত চকরিয়া বনটি কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম জেলায়।
প্রশ্নঃ সংরক্ষিত চকরিয়া বনটি কোন ধরনের বনভূমি?
উত্তরঃ টাইডাল বনভূমি।
প্রশ্নঃ উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল কোন মন্ত্রণালয় বা বিভাগের প্রকল্প?
উত্তরঃ বাংলাদেশ বন বিভাগের।
প্রশ্নঃ বাংলাদেশের বনভূমির পরিমাণ কত শতাংশ?
উত্তরঃ ১৩.২৩%।
প্রশ্নঃ অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃ অঞ্চল হিসেবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি বাংলাদেশের বৃহত্তম বনভূমি ।
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমির আয়তন কত?
উত্তরঃ ১২,০০০ বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ সুন্দরবনের সুন্দরী গাছ কত লম্বা হয়?
উত্তরঃ ৪০-৬০ ফুট।
প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কী?
উত্তরঃ বৈলাম বৃক্ষ।
প্রশ্নঃ বৈলাম বৃক্ষ কোথায় জন্মে?
উত্তরঃ চট্টগ্রাম ও রঙামাটির বনাঞ্চলে।
প্রশ্নঃ সুন্দরবনে কোন কোন গাছ বেশি পাওয়া যায়?
উত্তরঃ সুন্দরী, গেওয়া, কেওড়া, ধুন্দল ইত্যাদি।
প্রশ্নঃ কোন জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়?
উত্তরঃ বাঁশ জাতীয়।
প্রশ্নঃ কর্ণফুলী পেপার মিলে কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাঁশ।
প্রশ্নঃ সিলেটের মণ্ড কারখানার কাঁচামাল কী?
উত্তরঃ নল খাগড়া।
প্রশ্নঃ পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
উত্তরঃ ধুন্দল।
প্রশ্নঃ কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত হয়?
উত্তরঃ গরান।
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় রাবার বাগান রয়েছে?
উত্তরঃ রামু, মধুপুর ও রাউজানে।
প্রশ্নঃ গাছের উন্নত বংশ বিস্তার করা হয় কীসের মাধ্যমে?
উত্তরঃ টিস্যু কালচারের মাধ্যমে।
প্রশ্নঃ সুন্দরবনের মৌয়ালীদের পেশা কী?
উত্তরঃ মধু সংগ্রহ।
প্রশ্নঃ গোলপাতা কী কাজে বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ ঘরের ছাউনিতে।
প্রশ্নঃ পঁচাব্দী গাজী কেন বিখ্যাত?
উত্তরঃ বাঘ শিকারের জন্য।
প্রশ্নঃ বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামে।
প্রশ্নঃ বন সংক্রান্ত মন্ত্রণালয়ের নাম কী?
উত্তরঃ পরিবেশ ও বন মন্ত্রণালয়।
প্রশ্নঃ চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কী?
উত্তরঃ বাঁশ।
প্রশ্নঃ বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠ ও লাকটি দেশের মোট জ্বালানির কত অংশ পূরণ করে?
উত্তরঃ ৬০%।
প্রশ্নঃ বাংলাদেশের জনপ্রতি বনভূমির পরিমাণ কত? -
উত্তরঃ ০.০২ হেক্টর।
প্রশ্নঃ সাম্পান ও নৌকা তৈরির জন্য কোন কাঠ ব্যবহৃত হয়?
উত্তরঃ গামারি ও চাপালিশ।
প্রশ্নঃ মধুপুর বনাঞ্চল কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার ১৩৩৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।
প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে কাঠ ও লাকড়ির উৎপাদন কত?
উত্তরঃ ৫৪০ লক্ষ ঘনফুট কাঠ ও ৭২৮ লক্ষ ঘনফুট লাকড়ি।
প্রশ্নঃ বাংলাদেশের বনাঞ্চলের আহরিত অংশের কতভাগ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ ৯৫%।
প্রশ্নঃ বাংলাদেশের বনজ সম্পদের পরিমাণ কত?
উত্তরঃ ২৫,৮৭,৭০০ হেক্টর।
প্রশ্নঃ বাংলাদেশে বনভূমির পরিমাণ কত ২০২১?
উত্তরঃ প্রায় ২৩ লাখ হেক্টর।
প্রশ্নঃ বাংলাদেশের বনজ সম্পদ হ্রাস পাওয়ার কারণ কি?
উত্তরঃ বিভিন্ন কারণে দেশের বন উজাড় হচ্ছে। এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি, যথেচ্ছভাবে বন ধ্বংস করে বাড়িঘর নির্মাণ, ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধ না হওয়া অন্যতম কারণ। বনজ সম্পদকে মূল্যায়ন না করার কারণে প্রাকৃতিক ও সৃজিত বন দিন দিন উজাড় হচ্ছে। এ ছাড়া গাছ কাটার নীতিমালা অনুসরণ না করার ফলেও বনজ সম্পদ ধ্বংস হচ্ছে।
প্রশ্নঃ বাংলাদেশের বনাঞ্চল কোথায় অবস্থিত?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবনে।
প্রশ্নঃ বাংলাদেশে বনভূমির গুরুত্ব কি?
উত্তরঃ বন্য প্রাণীর আবাসস্থল ছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব রয়েছে। ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন সময় উপকূলীয় এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড়ের গতি ও তীব্রতা কমাতে সুন্দরবন ভূমিকা রেখে আসছে।
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বনের নাম কি?
উত্তরঃ সুন্দরবন।
প্রশ্নঃ বন উজাড় পরিবেশের উপর প্রভাব ফেলে?
উত্তরঃ বন উজাড় জলবায়ু পরিবর্তন, গ্রিনহাউস গ্যাস এবং গ্লোবাল ওয়ার্মিং নির্গমনকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। তার পাশাপাশি বন্যা বন্যজীবন ধ্বংস, মহাসাগরের অম্লতা, মানুষের নিম্নমানের জীবনমান এবং জীববৈচিত্র্যের ক্রমশ ক্ষয় ঘটায়।
প্রশ্নঃ বাংলাদেশের বনভূমি কয়টি ও কি কি?
উত্তরঃ বন তিন প্রকার,পাহাড়ি বন,সমতল ভূমির বন,ম্যানগ্রোভ বন।
প্রশ্নঃ বনভূমি অর্থ কি?
উত্তরঃ কম ঘনত্বের বন
0 মন্তব্যসমূহ