প্রশ্নঃ বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে।
প্রশ্নঃ বাংলাদেশে কবে থেকে গ্যাস উত্তোলন শুরু হয়? উত্তরঃ ১৯৫৭ সাল থেকে।
প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা কত?
উত্তরঃ ২৭ টি।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের নাম কী?
উত্তরঃ ভোলা নর্থ৷
প্রশ্নঃ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?
উত্তরঃ গ্যাস।
প্রশ্নঃ সবচেয়ে বেশি গ্যাস কোন্ গ্যাস ফিল্ড থেকে উত্তোলন করা হয়?
উত্তরঃ তিতাস গ্যাস ফিল্ড থেকে।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বাপেক্ষা বৃহৎ গ্যাস ফিল্ড কোনটি?
উত্তরঃ ছাতক গ্যাস ফিল্ড।
প্রশ্নঃ বাংলাদেশের প্রাথমিক বাণিজ্যিক জ্বালানীর প্রধান উৎস কী?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস।
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় কোথায় গ্যাস মজুদ আছে?
উত্তরঃ বিয়ানীবাজার, ছাতক, হরিপুর, রশিদপুর, কৈলাশটিলা, হবিগঞ্জ, তিতাস, বাখরাবাদ, কুতুবদিয়া, সেমুতাং, ফেনী, কামতা, বেগমগঞ্জ ও মুলাদিতে।
প্রশ্নঃ CNG-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Compressed Natural Gas.
প্রশ্নঃ LPG-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Liquefied Petroleum Gas.
প্রশ্নঃ বাংলাদেশের এল পি জি বোতলজাতকরণ ও বিতরণ প্লান্টের নাম কী?
উত্তরঃ এল পি গ্যাস লিমিটেড।
প্রশ্নঃ জ্বালানী হিসেবে গ্যাসের ব্যবহার শতকরা কত শতাংশ ।
উত্তরঃ ৭২%।
প্রশ্নঃ ঢাকায় সরবরাহকৃত গ্যাস আসে কোথা থেকে? উত্তরঃ তিতাস গ্যাস ক্ষেত্র থেকে।
প্রশ্নঃ তিতাস-ঢাকা গ্যাস লাইনের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৯০ কিলোমিটার।
প্রশ্নঃ সারাদেশে বর্তমানে গ্যাস লাইনের পরিমাণ কত? উত্তরঃ ১৭০ কিলোমিটার।
প্রশ্নঃ সিলেটের হরিপুর তৈল ক্ষেত্রে কী পরিমাণ তৈল মওজুদ আছে?
উত্তরঃ ৪ কোটি ব্যারেল।
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র তৈল ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সিলেট জেলার হরিপুরে।
প্রশ্নঃ হরিপুরে কবে তৈল পাওয়া যায়?
উত্তরঃ ২৩ ডিসেম্বর, ১৯৮৬।
প্রশ্নঃ হরিপুর তৈলক্ষেত্র থেকে প্রতিদিন কত ব্যারেল তৈল উত্তোলন করা হয়?
উত্তরঃ ৩০০ ব্যারেল।
প্রশ্নঃ প্রতি ব্যারেল তেলে কত লিটার হয়?
উত্তরঃ ১৫৯ লিটার।
প্রশ্নঃ ফেনী এলাকায় কবে তৈল অনুসন্ধান শুরু হয়? উত্তরঃ ১৯১০ সালে।
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় গন্ধক পাওয়া গেছে? উত্তরঃ চট্টগ্রামের কুতুবদিয়ায়।
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় আণবিক খনিজ পদার্থ পাওয়া যায়?
উত্তরঃ বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফের সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে জিঙ্কন, রুটেল,জিয়োলাইট, ইলমেনাইট, লিউকক্সেন, ম্যাগনেটাইট প্রভৃতি আণবিক খনিজ পদার্থ পাওয়া যায়।
প্রশ্নঃ বর্তমানে লুবা ও জিযাইনল্যান্ডে কী পরিমাণ শক্ত পাথর মজুদ আছে?
উত্তরঃ ১৫৭ মিলিয়ন কিউবিক ফুট।
প্রশ্নঃ রংপুরের পাঠামোতে কী পরিমাণ শক্ত পাথর মজুদ আছে?
উত্তরঃ ৩৫ মিলিয়ন কিউবিক ফুট।
প্রশ্নঃ বর্তমানে পঞ্চগড়ে কী পরিমাণ শক্ত পাথর মজুদ আছে?
উত্তরঃ প্রায় ২৫ মিলিয়ন সিএফটি।
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় কোথায় চীনামাটি পাওয়া যায়?
উত্তরঃ ময়মনসিংহের বিজয়পুরে, নওগার পত্নীতলা ও চট্টগ্রামের পটিয়ায়।
প্রশ্নঃ বাংলাদেশের কোন কোন স্থানে চুনাপাথর পাওয়া যায়?
উত্তরঃ সিলেটের টেকেরহাট, ভাঙ্গারঘাট, লাল ঘাট এবং বাগালি বাজার, জয়পুর হাটে এবং চট্টগ্রামের সেন্টমার্টিনে।
প্রশ্নঃ কী কী কাজে চুনাপাথর ব্যবহৃত হয়?
উত্তরঃ সিমেন্ট, ইস্পাত শিল্প, গৃহ নির্মাণ, কাঁচ ইত্যাদি তৈরিতে চুনাপাথর ব্যবহৃত হয়
প্রশ্নঃ ময়মনসিংহের বিজয়পুরে কী পরিমাণ চীনা মাটি রয়েছে?
উত্তরঃ ৮ লক্ষ টন।
প্রশ্নঃ জয়পুর হাটে কী পরিমাণ চুনাপাথর মজুদ আছে?
উত্তরঃ প্রায় ১০০ মিলিয়ন টন।
প্রশ্নঃ সেন্ট মার্টিনে কী পরিমাণ চুনাপাথর মজুদ আছে?
উত্তরঃ প্রায় ১.৮ মিলিয়ন টন।
প্রশ্নঃ পিট কয়লা কী কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ গৃহস্থালী এবং শিল্প কারখানার কাজে।
প্রশ্নঃ বাংলাদেশে মজুদ পিট কয়লার পরিমাণ কত? উত্তরঃ ৫১০ মিলিয়ন টন।
প্রশ্নঃ তৈল ও গ্যাস অনুসন্ধানের জন্য দেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ২৩ টি।
প্রশ্নঃ বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে উন্নতমানের কয়লা কোনটি?
উত্তরঃ বিটুমিনাস কয়লা ।
প্রশ্নঃ বাংলাদেশে কোথায় উন্নত মানের কয়লা পাওয়া গেছে?
উত্তরঃ জয়পুরহাটের জামালগঞ্জে।
প্রশ্নঃ বাংলাদেশের খনিজ সম্পদ তৈরি হয়েছে কোন যুগে?
উত্তরঃ কার্বনিক ফেরাস যুগে ।
প্রশ্নঃ বাংলাদেশে বহুল ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কী? উত্তরঃ কয়লা, পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস ।
প্রশ্নঃ বাংলাদেশে লবণ প্রস্তুতের কাঁচামাল কী?
উত্তরঃ সামুদ্রিক পানি।
প্রশ্নঃ বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তরঃ মিথেন।
প্রশ্নঃ বাংলাদেশে কোথায় তেজস্ক্রিয় বালি আছে? উত্তরঃ কক্সবাজারের সমুদ্র সৈকতে।
প্রশ্নঃ বাংলাদেশে কাঁচাবালি রয়েছে কোথায়?
উত্তরঃ শাহজীবাজার এবং চৌদ্দগ্রামে।
প্রশ্নঃ বাংলাদেশে কোথায় ইউরেনিয়াম পাওয়া গেছে? উত্তরঃ সিলেটের কুলাউড়া পাহাড়ে।
প্রশ্নঃ বাংলাদেশে প্রবাল দ্বারা গঠিত দ্বীপ কোনটি? উত্তরঃ সেন্ট মার্টিন।
প্রশ্নঃ যুবরাজ চার্লস কোন তৈল গ্যাসক্ষেত্র উদ্বোধন করেন?
উত্তরঃ সাঙ্গু নদীর মোহনার তৈল ও গ্যাসক্ষেত্র।
0 মন্তব্যসমূহ