ইতালির রাজধানীর নাম কি

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ইতালির রাজধানীর নাম কি। যদি আপনি না জেনে থাকেন ইতালির রাজধানীর নাম কি তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন। এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন ইতালির রাজধানীর নাম কি। চলুন জেনে নেয়া যাক ইতালির রাজধানীর নাম কি। 

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

ইতালির রাজধানীর নাম কি 

ইতালির রাজধানীর নাম হলো রোম। ১৮৭১ সালে রোম ইতালি রাজ্য ছিলো। তারপর ১৯৪৬ সালে রোম ইতালীয় প্রজাতন্ত্রের রাজধানীতে পরিণত হয়। শহরটির প্রতিষ্ঠাতা হলো রাজা রোমুলাস। রোম প্রায় তিন সহস্রাব্দ ধরে একটি প্রধান মানব বসতি হিসাবে রয়েছে। রোমের আয়তন হলো ১,২৮৫ বর্গ কিলোমিটার বা ৪৯৬.১ বর্গ কিলোমিটার। রোমের জনসংখ্যা হলো ৪৩,৫৫,৭২৫ জন৷ জনসংখ্যার দিক দিয়ে ইউরোপের তৃতীয় বৃহত্তম শহর। রোম লাৎসিওতে টাইবার নদীর তীরে বরাবর ইতালীয় উপদ্বীপের কেন্দ্রীয়-পশ্চিম অংশে অবস্থিত। শহরটির কেন্দ্রীয় অংশের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ মিটার বা ৪৩ ফুট থেকে ১৩৯ মিটার ৪৬৬ ফুট অবধি বিস্তৃত।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url