student এর পূর্ণরূপ কি

মানুষের সুন্দর ভবিষ্যৎ গঠনের সর্বোত্তম সময় হচ্ছে ছাত্রজীবন, ছাত্রজীবন ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সঠিক সময়। তাই মানুষের সমগ্র জীবন পরিসরে এই জীবনের মূল্য অত্যধিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে student এর পূর্ণরূপ কি এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে রাখা জরুরি student এর পূর্ণরূপ কি

Student এর পূর্ণরূপ কি

বর্তমানে স্কুল কলেজ পড়ুয়া এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের কাছে যদি প্রশ্ন করা হয় Student এর পূর্ণরূপ কি student মানে কি সেটা সবাই জানি কিন্ত student এর পূর্ণরূপ কি এই বিষয়ে অধিকাংশ ছাত্রছাত্রী জানি না। আজকে আমি আপনাদের সাথে এর সঠিক এবং গ্রহণযোগ্য পূর্ণরূপটি তুলে ধরবো। যাতে অনেকে জিজ্ঞেস করলে আপনি সহজে বলে দিতে পারেন।


student এর পূর্ণরূপ এক একজন ব্যক্তি এক একটি বিশ্লেষণ করেছেন। তবে, আমি অধিঅংশ ব্যাক্তিদের সাথে মিল সঠিক পূর্ণরূপটি তুলে ধরেছি। তাহলে নিচে থেকে চলুন জেনে আসি।


student এর পূর্ণরূপ কি

S = study (অধ্যয়ন)

T = talent (মেধা)

U = nuity (ঐক্য)

D discipline (নিয়মানুবর্তিতা)

E = energy (শক্তি)

N = nationality (জাতীয়তা)

T = training (প্রশিক্ষন)


অর্থাৎ সবাই মিলে নিয়ম মেনে মেধা খাটিয়ে প্রশিক্ষণ দিয়ে শক্তি অর্জন করে জাতীয়তা অধ্যয়ন করার নাম হচ্ছে স্টুডেন্ট। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url