মজার সাধারণ জ্ঞান প্রশ্ন

প্রশ্নঃ কোন ফল খাওয়ার যায় না?

উত্তরঃ পরীক্ষার ফল

প্রশ্নঃ কোন তাল গাছে ধরে না?

উত্তরঃ হরতাল। 

প্রশ্নঃ কোন জিনিস অবিবাহিতদের ৫ টি এবং বিবাহিতদের ৪ টি?

উত্তরঃ অক্ষর বিবাহিত+অবিবাহিত

প্রশ্নঃ কোন দেশ খাওয়া যায়?

উত্তরঃ সন্দেশ।

প্রশ্নঃ কোন লাউ লাউ নয়?

উত্তরঃ পোলাউ

প্রশ্নঃ কার মাথা আছে, কিন্তু বুদ্ধি নেই?

উত্তরঃ ছাতা। 

প্রশ্নঃ কী শুধু ওপরে যায় কিন্তু নিচে নামে না?

উত্তরঃ তোমার বয়স। 

প্রশ্নঃ কোন খানা খাওয়া যায়না?

উত্তরঃ কারখানা।

প্রশ্নঃ কি নামতে পারে, কিন্তু উঠতে পারে না?

উত্তরঃ বৃষ্টি।  

প্রশ্নঃ কোন মাছি উড়তে পারে না?

উত্তরঃ ঘামাছি।

প্রশ্নঃ কোন উল গান জানে?

উত্তরঃ বাউল। 

প্রশ্নঃ কোন টিয়া ডকে না?

উত্তরঃ খাটিয়া।  

প্রশ্নঃ কোন তাল খাওয়া যায়না?

উত্তরঃ হরতাল।

প্রশ্নঃ কোন চিল উড়ে না?

উত্তরঃ পাঁচিল। 

প্রশ্নঃ যে ডিম আজ পর্যন্ত দেখা যায়না?

উত্তরঃ ঘোড়ার ডিম।

প্রশ্নঃ বৃদ্ধ বরফকে আপনি কী বলবেন/

উত্তরঃ জল। 

প্রশ্নঃ যে পানি খাওয়া যায় না?

উত্তরঃ হ্যাপানি।

প্রশ্নঃ ৭-এর আগে ৬ কে কেন থাকতেই হয়?

উত্তরঃ নাহলে সবাই সাত-পাঁচ ভাবতে থাকে। 

প্রশ্নঃ কোন লেজ কোন পশুর নয়?

উত্তরঃ কলেজ।

প্রশ্নঃ কোন হাস ডিম পারে না?

উত্তরঃ ইতিহাস। 

প্রশ্নঃ কোন বরের বিয়ে হয়না?

উত্তরঃ খবরের।

প্রশ্নঃ কোন গান গাওয়া যায় না। 

উত্তরঃ বাগান। 

প্রশ্নঃ কোন হাতি পশু নয়?

উত্তরঃ  বাহাতি।

প্রশ্নঃ কোন ঝিলে শাপলা নাই?

উত্তরঃ হাতিরঝিল।

প্রশ্নঃ কোনবার বার নয়?

উত্তরঃ হাটবার।

প্রশ্নঃ কোন চুরি চুরি না?

উত্তরঃ খুচুরি।

প্রশ্নঃ কোন নারি নারী নয়?

উত্তরঃ ডিকশোনারি।

প্রশ্নঃ কোন শাড়ী শাড়ী না?

উত্তরঃ মশারী 

প্রশ্নঃ কোন বিলে পানি নেই?

উত্তরঃ টেবিল।

প্রশ্নঃ কোন হাস পানিতে ভাসেনা?

উত্তরঃ ইতিহাস। 

প্রশ্নঃ কোন সাগরে পানি নাই?

উত্তরঃ বিদ্যাসাগর।

প্রশ্নঃ কোন জেল মাথায় দেওয়া যায়না?

উত্তরঃ  ডিজেল।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url