উজবেকিস্তানের রাজধানীর নাম কী

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে উজবেকিস্তানের রাজধানীর নাম কী। যদি আপনি না জেনে থাকেন উজবেকিস্তানের রাজধানীর নাম কী তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন। এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন উজবেকিস্তানের রাজধানীর নাম কী। চলুন জেনে নেয়া যাক উজবেকিস্তানের রাজধানীর নাম কী। 

উজবেকিস্তানের রাজধানীর নাম কী

উজবেকিস্তানের রাজধানীর নাম হলো তাশখন্দ। তাশখন্দ প্রাক্তন সোভিয়েত কেন্দ্রীয় এশিয়ার সবচেয়ে জনবহুল শহর। কাজাখস্তানের সীমান্তের নিকটবর্তী উত্তর-পূর্বে তাশখন্দ অবস্থিত। তাশখন্দে ১৯৬৬ সালের ভূমিকম্পে শহরটির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। তবে তাশখন্দ পরে সোভিয়েত শহরের মডেল হিসাবে এটিকে পুনর্নির্মাণ করা হয়েছিল। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের আয়তন হলো ৩৩৪.৮ বর্গ কিলোমিটার বা ১২৯.৩ বর্গ মাইল। তাশখন্দের জনসংখ্যা ২৪,৮৫,৯০০ জন। বর্তমানে তাশখন্দে ১১ টিা জেলায় ববিভক্ত। তাশখন্দ সক্রিয় টেকটোনিক অঞ্চলে অবস্থিত যেখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প অনুভূত হয়। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url