ইরানের মুদ্রার নাম কি

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালে ইরানের মুদ্রার নাম কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে । যদি আপনি না জেনে থাকেন ইরানের মুদ্রার নাম কি তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন। এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন ইরানের মুদ্রার নাম কি। চলুন জেনে নেয়া যাক ইরানের মুদ্রার নাম কি।

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

ইরানের মুদ্রার নাম কি

ইরানের মুদ্রার নাম হলো ইরানি রিয়াল। ইরানে তোমান  এখন আর ইরানি মুদ্রার অফিসিয়াল একক নয়, তাই  ইরানীরা সাধারণত এ এককেই টাকাকে প্রকাশ করে থাকে। এ ক্ষেত্রে ১ তোমান সমান ১০ রিয়াল। কিন্তু ইরানে পণ্যের দাম রিয়াল এককেই লেখা থাকে। ইরানি রিয়ালের জন্য কোন ও আনুষ্ঠানিক প্রতীক নেই। বর্তমানে ইরানে ব্যাঙ্কনোট প্রচালিত রয়েছে ৫,০০০ রিয়াল, ১০,০০০ রিয়াল, ২০,০০০ রিয়াল, ৫০,০০০ রিয়াল, ১০০,০০০ রিয়াল ও ৫০০,০০০ রিয়াল৷ এবং কয়েন প্রচালিত রয়েছে ১,০০০, ২,০০০, ৫,০০০। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো ইরানের কেন্দ্রীয় ব্যাংক। ইরানের মুদ্রার ইরানি রিয়ালের কোড হলো আইআরআর।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ