কানাডা কোন মহাদেশে অবস্থিত
প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে কানাডা কোন মহাদেশ অবস্থিত এবং কানাডার ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি কানাডা কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি কানাডা কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
কানাডা কোন মহাদেশে অবস্থিত
কানাডা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। কানাডার আয়তন হলো ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার৷ আয়তনের দিক দিয়ে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। কানাডায় দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল রয়েছে। কানাডা উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১ ভাগ নিয়ে গঠিত। কানাডা একটি শীতলতম দেশ। উত্তর আমেরিকা কানাডা ছয়টি সময় অঞ্চল বিদ্যমান। কানাডার রাজধানীর নাম হলো অটোয়া। কানাডার জনসংখ্যা ৩,৮৪,৩৬,৪৪৭ জন।