বেলারুশ কোন মহাদেশে অবস্থিত
প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে বেলারুশ কোন মহাদেশ অবস্থিত এবং বেলারুশের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি বেলারুশ কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি বেলারুশ কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
বেলারুশ কোন মহাদেশে অবস্থিত
বেলারুশ ইউরোপ মহাদেশে অবস্থিত। বেলারুশের উত্তরে রাশিয়া, পূর্বে রাশিয়া, পশ্চিমে পোল্যান্ড, দক্ষিণে ইউক্রেন অবস্থিত। বেলারুশের এক-তৃতীয়াংশ এলাকায় জুড়ে সমতল ভূমি। বেলারুশের সরকারি নাম হলো বেলারুশ প্রজাতন্ত্র। বেলারুশের আয়তন হলো ২,০৭,৫৯৫ বর্গ কিলোমিটার। বেলারুশের রাজধানীর নাম হলো মিন্স্ক। রুশ অর্থডক্স খ্রিস্টধর্ম বেলারুশের মানুষের প্রধান ধর্ম।