সিরিয়া কোন মহাদেশে অবস্থিত

প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে সিরিয়া কোন মহাদেশ অবস্থিত এবং সিরিয়ার ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি সিরিয়া কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি সিরিয়া কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক। 

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,


সিরিয়া কোন মহাদেশে অবস্থিত

সিরিয়া এশিয়া মহাদেশে অবস্থিত। সিরিয়ার উত্তরে তুরস্ক, দক্ষিণে জর্ডান, পূর্বে ইরাক, পশ্চিমে ভূমধ্যসাগর, অবস্থিত। সিরিয়ার  সরকারি নাম হলো সিরীয় আরব প্রজাতন্ত্র। সিরিয়া উর্বর সমতলভূমি, উচ্চ পর্বত এবং মরুভূমির একটি দেশ। সিরিয়ার  বেশিরভাগ শুকনো মালভূমি নিয়ে গঠিত। সিরিয়ার রাজধানীর নাম হলো দামেস্ক। এবং সিরিয়ার আয়তন হলো ১,৮৫,১৮০ বর্গ কিলোমিটার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url