ইরাক কোন মহাদেশে অবস্থিত

প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে ইরাক কোন মহাদেশে অবস্থিত এবং ইরাকের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি ইরাক কোন মহাদেশে অবস্থিত এটা না জেনে  থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি ইরাক কোন মহাদেশে অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।

ইরাক এশিয়া মহাদেশে অবস্থিত


ইরাক কোন মহাদেশে অবস্থিত

ইরাক এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের একটি মুসলিম রাষ্ট্র ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর-পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান অবস্থিত। ইরাকের জলবায়ু মূলত ঊষর। শীতকাল শুষ্ক ও ঠাণ্ডা গ্রীষ্মকাল শুষ্ক, গরম, ও মেঘহীন। ইরাকের উত্তরাঞ্চল পর্বতময়। পারস্য উপসাগরে ইরাকের একটি ক্ষুদ্র তটরেখা আছে।  উত্তরের পার্বত্য অঞ্চলে শীতকালে ভারী বরফ পড়ে এবং এতে মাঝে মাঝে বন্যার সৃষ্টি হয়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ