প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে ব্রুনাই কোন মহাদেশ অবস্থিত এবং ব্রুনাই এর ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি ব্রুনাই কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি ব্রুনাই কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
ব্রুনাই কোন মহাদেশে অবস্থিত
ব্রুনাই এশিয়া মহাদেশে অবস্থিত। ব্রুনাই একটি রাজতান্ত্রিক ইসলামী রাষ্ট্র। বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে ব্রুনাই অবস্থিত। এর উত্তরে চীন, দক্ষিণে চীন সাগর, পূর্বে মালয়শিয়া, পশ্চিমে মালয়শিয়া অবস্থি ।ব্রুনাই আয়তন হলো ৫,৭৬৫ বর্গকিলোমিটার। ব্রুনাই এর রাজধানীর নাম হলো বন্দর সেরি বেগাওয়ান। ব্রুনাই আয়তনের দিক দিয়ে বিশ্বের ১৬৪তম দেশ।
0 মন্তব্যসমূহ