প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে আজারবাইজান কোন মহাদেশে অবস্থিত এবং আজারবাইজানের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি আজারবাইজান কোন মহাদেশে অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি আজারবাইজান কোন মহাদেশে অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
আজারবাইজান কোন মহাদেশ অবস্থিত
আজারবাইজান এশিয়া মহাদেশে অবস্থিত। আজারবাইজানের দক্ষিণে ইরান, উত্তরে রাশিয়া,পশ্চিমে আর্মেনিয়া, এবং পূর্বে কাস্পিয়ান সাগর অবস্থিত। আজারবাইজানের ভূগোলে তিনটি বৈশিষ্ট্য আছে। সেগুলো হলো দেশটির কেন্দ্রভাগের বিস্তীর্ণ সমতলভূমি,কাস্পিয়ান সাগর, যার তটরেখা দেশটির পূর্বে একটি প্রাকৃতিক সীমানা সৃষ্টি করেছে,উত্তরের বৃহত্তর ককেশাস পর্বতমালা।
0 মন্তব্যসমূহ