আর্মেনিয়া কোন মহাদেশে অবস্থিত

 

প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে আর্মেনিয়া কোন মহাদেশ অবস্থিত এবং আর্মেনিয়ার ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি আর্মেনিয়া কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি আর্মেনিয়া কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক। 


আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,


আর্মেনিয়া কোন মহাদেশ অবস্থিত 


আর্মেনিযা পশ্চিম এশিয়া মহাদেশ অবস্থিত। আর্মেনিয় পশ্চিমে তুরস্ক,দক্ষিণে ইরাক,পূর্বে আজারবাইজান, উত্তরে জর্জিয়া। আর্মেনিয়ার বেশিরভাগ এলাকা জুড়ে দেখা যায় পার্বত্য ও সমতল। আর্মেনিয়া রয়েছে দ্রুত প্রবাহিত নদী ও কয়েকটি বনভূমিতে অনেক গাছপালা। আর্মেনিয়ার প্রধানতম নদী হচ্ছে আরাস নদী এবং সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে  আরাগাৎস পর্বত। আর্মেনিয়ায় শীতকালে তুষারময় শীত পারে এবং গ্রীষ্মকালে জলবায়ু গরম থাকে। আর্মেনিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। যার ফলে আর্মেনিয়ায় অনেক প্রাণহানি ঘটে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url