বাংলাদেশের মৎস্য সম্পদ সম্পর্কে প্রশ্ন উত্তর

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু দৈনিক মৎস্য সরবরাহের পরিমাণ কত? 

উত্তরঃ ৬০ গ্রাম।

প্রশ্নঃ বাংলাদেশে ধৃত মাছের মধ্যে সামুদ্রিক মাছের পরিমাণ কত? 

উত্তরঃ ২৭%। 

প্রশ্নঃ বাংলাদেশে ধৃত মাছের মধ্যে অভ্যন্তরীণ মাছের অংশ কত? 

উত্তরঃ ৭৩%।

প্রশ্নঃ ক্যাটফিশ জাতীয় মাছ কী?

উত্তরঃ বোয়াল, শিং, মাগুর প্রভৃতি। 


প্রশ্নঃ  মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ?

উত্তরঃ তেলাপিয়া।


প্রশ্নঃ কংস নদীর মহাশোল মাছ কোন জাতের? 

উত্তরঃ ক্যাটফিশ। 


প্রশ্নঃ রেণু পোনা কোন ঋতুতে ছাড়া হয়?

উত্তরঃ বর্ষা ঋতুতে।


প্রশ্নঃ তেলাপিয়া মাছ কোথায় চাষ হয়? 

উত্তরঃ পুকুরে, ডোবা, গর্ত, বিল, হাওড়- বাওড়, এমনকি বোরোধানের ক্ষেতেও  চাষ করা হয়।


প্রশ্নঃ বাংলাদেশে কী কী জাতের চিংড়ি জাতীয় চিংড়ি চাষ করা হয়? 

উত্তরঃ গলদা, বাগদা, চাপদা ও চাপড়াই  জাতীয় চিংড়ি। 


প্রশ্নঃ কোন মাছ রপ্তানি করে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে?

উত্তরঃ চিংড়ি মাছ। 


প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় মাছ কী?

উত্তরঃ ইলিশ।


প্রশ্নঃ আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের কতভাগ মাছ থেকে আসে? 

উত্তরঃ ৬০%। 


প্রশ্নঃ ইলিশ কোন গোত্রের মাছ?

উত্তরঃ Clupeiformens গোত্রের। 


প্রশ্নঃ বাংলাদেশে কত প্রজাতির ইলিশ পাওয়া যায়? উত্তরঃ তিন প্রজাতির।


প্রশ্নঃ কোন অঞ্চলকে বাংলাদেশকে কুয়েত বলা হয়?

উত্তরঃ খুলনা অঞ্চলকে।


প্রশ্নঃ Trust Sector বলা হয় কাকে? 

উত্তরঃ হিমায়িত খাদ্যকে।


প্রশ্নঃ সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত?

উত্তরঃ সামুদ্রিক মাছ শিকারের জন্য। 


প্রশ্নঃ বঙ্গোপসাগরে অধিক মাছ বিচরণের কারণ কী? উত্তরঃ অগভীর সাগর, খাদ্যের প্রাচুর্য ও উষ্ণ স্রোত।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url