বাংলাদেশের প্রাণী সম্পদ সম্পর্কিত প্রশ্ন উত্তর

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,


প্রশ্নঃ বাংলাদেশের কত প্রজাতির পাখি দেখা যায়?   উত্তরঃ ৫৬৭ টি প্রজাতির।


প্রশ্নঃ বাংলাদেশের কোথায় কোথায় হাতি দেখতে পাওয়া যায়? 

উত্তরঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমিতে। 


প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম পশু কোনটি? 

উত্তরঃ হাতি। 


প্রশ্নঃ কুমির সদৃশ ঘড়িয়াল দেখা যায় কোথায়?

উত্তরঃ পদ্মা নদীতে। 


প্রশ্নঃ বাংলাদেশে অতিথি পাখি আসে কোথা থেকে? উত্তরঃ সুদূর সাইবেরিয়া থেকে। 


প্রশ্নঃ বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকার সাভারে ।


প্রশ্নঃ বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? 

উত্তরঃ কক্সবাজার জেলার চকোরিয়া থানার ডুলাহাজরায়। 


প্রশ্নঃ বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? 

উত্তরঃ বাগেরহাটে। 


প্রশ্নঃ ব্ল্যাক বেঙ্গল কী?

উত্তরঃ কালো ছাগল। 


প্রশ্নঃ যমুনা গাড়ী ছাগলের অপর নাম কী?

উত্তরঃ রাম ছাগল। 


প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পশুর নাম কী? 

উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার। 


প্রশ্নঃ বাংলাদেশের প্রধান প্রাণিজ আমিষ কী?

উত্তরঃ মাছ। 


প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে গত হাসপাতালের সংখ্যা কতটি? 

উত্তরঃ ৩৩০ টি। 


প্রশ্নঃ গবাদি পশুর কী কী গুরুতর অসুখ হয়?

উত্তরঃ গো-বসন্ত, খুড়া, গলা ফোলা, তালা জ্বালা, বাদলা পীড়া, বসন্ত, যক্ষ্মা প্রভৃতি।


প্রশ্নঃ কিভাবে পশুর খাদ্য সংরক্ষণ করতে হয়? 

উত্তরঃ খড় বা বিচালী, কাঁচা ঘাস শুকিয়ে সাইলেজ প্রস্তুত করে।


প্রশ্নঃ বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক কোথায় অবস্থিত? 

উত্তরঃ পতেঙ্গা, চট্টগ্রাম । 


প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারি কুমির খামার কোথায় অবস্থিত? 

উত্তরঃ ভালুকা, ময়মনসিংহ ।


প্রশ্নঃ দেশের প্রথম কুমির খামার প্রতিষ্ঠা করা হয় কবে?

উত্তরঃ  ২০০৩ সালে ।


প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র ও প্রথম বাণিজ্যিক কুমির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি? 

উত্তরঃ Reptiles Farm Limited.


প্রশ্নঃ ঘরের মধ্যে অল্প পরিসরে খাঁচার ভিতর মুরগি পালন করার পদ্ধতিকে কী বলে? 

উত্তরঃ ডীপ লিটার পদ্ধতি। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ