পৃথিবী সম্পর্কিত সাধারণ প্রশ্ন উত্তর


সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,



প্রশ্নঃ পৃথিবীর বয়স কত বছর?

উত্তরঃ ৫০০ কোটি বছর।


প্রশ্নঃ পৃথিবীর আয়তন কত কিলোমিটার?

উত্তরঃ প্রায় ৫২ কোটি বর্গ কিলোমিটার


প্রশ্নঃ পৃথিবীর জনসংখ্যা কত? 

উত্তরঃ প্রায় ৮০০ কোটি।


প্রশ্নঃ পৃথিবীতে কতগুলো মহাদেশ আছে? 

উত্তরঃ ৭ টি


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি?

উত্তরঃ এশিয়া মহাদেশ। 


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?

উত্তরঃ এটান্টিকা মহাদেশ।


প্রশ্নঃ পৃথিবীতে কতগুলো দেশ আছে?

উত্তরঃ ২০০+


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?

উত্তরঃ রাশিয়া।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?

উত্তরঃ ভ্যাটিকেন সিটি।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি?

উত্তরঃ লুক্সেমবার্গ।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি?

উত্তরঃ বুরুন্ডি।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি?

উত্তরঃ কানাডা


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত দেশ কোনটি?

উত্তরঃ দক্ষিন সুদান।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?

উত্তরঃ আইসল্যান্ড।


প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি ?

উত্তরঃ  ইন্দোনেশিয়া।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি ?

উত্তরঃ প্রশান্ত মহাসাগর।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় সাগর কোনটি?

উত্তরঃ দক্ষিণ চীন সাগর।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তরঃ গ্রীনল্যান্ড।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় কোনটি?


উত্তরঃ এভারেস্ট। 

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি?

উত্তরঃ কাম্পিয়ান।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় প্রাসাদ কোনটি?

উত্তরঃ  ইমেম্পরিয়াল প্যাসেল।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর কোনটি?

উত্তরঃ হাডসন উপসাগর।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় হীরক খনি কোনটি?

উত্তরঃ কিম্বাল।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি?

উত্তরঃ সাহারা মরুভূমি। 


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি?

উত্তরঃ সুন্দরবন।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর কোনটি?

উত্তরঃ ব্রিটিশ মিউজিয়াম।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা কোনটি?

উত্তরঃ হিমালয়।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় চিডিয়াখানা কোনটি? 

উত্তরঃ San Diago Zoo. USA .


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি?

উত্তরঃ কিং আব্দুল খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?

উত্তরঃ আর্কটিক মহাসাগর


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার কোনটি?

উত্তরঃ দিল্লীর কুতুব মিনার।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?

উত্তরঃ এ্যান্জোলো।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলসুড়ঙ্গ কোনটি?

উত্তরঃ কান্না (জাপান)


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলপথ কোনটি?

উত্তরঃ


প্রশ্নঃ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ 


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় সেতু কোনটি?

উত্তরঃ লোয়ার জাম্বেসী।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি? 

উত্তরঃ নীলনদ।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীর কোনটি?

উত্তরঃ চীনের গ্রেট ওয়াল।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় গিরিখাত কোনটি ?

উত্তরঃ মাল্লাক্কা গিরিখাত।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় খাল কোনটি?

উত্তরঃ সুয়েজ খাল।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি?

 উত্তরঃ টোকিও।


প্রশ্নঃ পৃথিবীর শীতলতম স্থান কোনটি ? 

উত্তরঃ রাশিয়ার ভারখয়ানস্ক।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান কোনটি?

উত্তরঃ ক্যালিফোরনিয়ার ডেথভ্যালী।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কোনটি?

উত্তরঃ লিবিয়ার আজিজিয়া।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ধীরতম প্রাণী কোনটি?

উত্তরঃ শামুক।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু কোনটি?

উত্তরঃ লিথিয়াম ।


প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দ্রুততম পাখি কোনটি?

উত্তরঃ  সুইফট পাখি।





একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)