এশিয়া মহাদেশ সম্পর্কিত প্রশ্ন উত্তর

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,




 




প্রশ্নঃ এশিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?

উত্তরঃ উত্তর গোলার্ধে। 


প্রশ্নঃ এশিয়া মহাদেশের আয়তন কত?

উত্তরঃ ৪,৪৫,৭৯,০০০ কিলোমিটার।


প্রশ্নঃ এশিয়া মহাদেশের জনসংখ্যা কত? 

উত্তরঃ ৪৩০ কোটি।


প্রশ্নঃ এশিয়া মহাদেশের জনঘনত্ব কত?

উত্তরঃ ১০০ কিমি (২৬০ বর্গমাইল)


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সাক্ষরতার হার কত? 

উত্তরঃ ৬০%


প্রশ্নঃ এশিয়া মহাদেশের মাথাপিছু আয় কত? 

উত্তরঃ ৭৮৫০ ডলার।


প্রশ্নঃ এশিয়া মহাদেশের জাতীয়তাসূচক বিশেষণ কী?

উত্তরঃ এশিয়ান


প্রশ্নঃ এশিয়া মহাদেশের অঞ্চল সময কত?

উত্তরঃ ইউটিসি +২ থেকে +১২


প্রশ্নঃ এশিয়া মহাদেশে কতগুলো ভাষা প্রচলিত আছে?

উত্তরঃ ২২০০ টি।


প্রশ্নঃ এশিয়া মহাদেশের ইন্টারনেট টিএলডি কী?

উত্তরঃ asia


প্রশ্নঃ কতগুলো দেশ আছে?

উত্তরঃ ৫৫ টি


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?

উত্তরঃ চায়না


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?

উত্তরঃ মালদ্বীপ। 


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশ কোনটি?

উত্তরঃ কাতার।


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে গরিব দেশ কোনটি?

উত্তরঃ কঙ্গো।


প্রশ্নঃ এশিয়া মহাদেশে সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি

উত্তরঃ সিঙ্গাপুর। 


প্রশ্নঃ এশিয়া মহাদেশে সবচেয়ে অশিক্ষিত দেশ কোনটি?

উত্তরঃ দক্ষিন সুদান। 


প্রশ্নঃ এশিয়া মহাদেশের বৃহত্তম শহর কোনটি?

উত্তরঃ বাগদাদ। 


প্রশ্নঃ এশিয়া মহাদেশের কতগুলো নদী আছে?

উত্তরঃ ১৩০০ টি।


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী কোনটি?

উত্তরঃ ইয়াংজি নদী।


প্রশ্নঃ এশিয়া মহাদেশে কতগুলো সাগর আছে?

উত্তরঃ ৩৭ টি।


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাগর কোনটি?

উত্তরঃ দক্ষিন চীন সাগর।


প্রশ্নঃ এশিয়া মহাদেশে কতগুলো পাহাড় আছে?

উত্তরঃ ৫০০+


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটি?

উত্তরঃ মাউন্ট এভারেস্ট। 


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তরঃ 


প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি? 

উত্তরঃ কক্সবাজার। 


প্রশ্নঃ এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলে?

উত্তরঃ ইয়াং সি নদীকে।


প্রশ্নঃ এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?

উত্তরঃ গডউইন অস্টিন।


প্রশ্নঃ এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম কি? 

উত্তরঃ বৈকাল হ্রদ।


প্রশ্নঃ এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত - 

উত্তরঃ প্রায় এক তৃতীয়াংশ।


প্রশ্নঃ এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত?

উত্তরঃ ২৫০ সেন্টিমিটার।


প্রশ্নঃ এশিয়া মহাদেশের বড় মালভূমির নাম কি?

উত্তরঃ তিব্বত মালভূমি। 


প্রশ্নঃ এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম কি?

উত্তরঃ জেকোবাবাদ।


প্রশ্নঃ এশিয়ার চির গোধূলি কাকে বলে?

উত্তরঃ নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিকে।


প্রশ্নঃ এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি?

উত্তরঃ তৈগা।


প্রশ্নঃ এশিয়া মহাদেশে হিমালয় ও কুয়েনুল পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত?

উত্তরঃ তিব্বত মালভূমি।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url