নৈতিকতা কি | নৈতিকতা কাকে বলে
নৈতিকতা কি | নৈতিকতা কাকে বলে
প্রিয় পাঠক আজকের এই টিউটোরিয়ালের নৈতিকতা কি এবং নৈতিকতা কাকে বলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনি যদি নৈতিকতা সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়ালের মাধ্যমে নৈতিকতা কি নৈতিকতা কাকে বলে নৈতিকতা এবং বলতে কি বুঝায় এই সকল বিষয়াবলী সম্পর্কে জানতে পারবেন।
নৈতিকতা বলতে কি বুঝায়
নৈতিকতা হলো এক ধরনের মানদন্ড বা নীতিমালা যা নির্দিষ্ট কোন আদর্শ, ধর্ম বা সংস্কৃতি থেকে আসতে পারে। আবার এটি সেই সকল বিষয় থেকেও আসতে পারে যেই সকল বিষয়কে সমগ্র মানুষ কল্যাণকর হিসেবে আখ্যায়িত করা হয়। ভদ্রতা ও উত্তম আচরণ, এটি মূলত উদ্দেশ্য, সিদ্ধান্ত এবং কর্মের মধ্যকার ভালো খারাপ উচিত অনুচিত এর পার্থক্যকারী। নৈতিকতার আদর্শে পরানীতি বিদ্যা অন্তর্ভুক্ত থাকে যেখানে নৈতিক বৈশিষ্ট্য সমূহ, উক্তি, প্রবণতা এবং বিচারের প্রকৃতি সম্পর্কে আলোচনা বা বিশ্লেষণ করা হয়। আবার অপরদিকে অনৈতিকতা হলো নৈতিকতারই সম্পূর্ণ বিপরীত। যা অসচেতনতা, অবিশ্বাস, উদাসীনতারই বহিঃপ্রকাশ ঘটায়।