ওমানের আয়তন কত

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালে ওমানের আয়তন কত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে । যদি আপনি না জেনে থাকেন ওমানের আয়তন কত তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন। এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন ওমানের আয়তন কত। চলুন জেনে নেয়া যাক ওমানের আয়তন কত।

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

ওমানের আয়তন কত 

ওমানের আয়তন হলো ৩,০৯,৫০০ বর্গ কিলোমিটার বা ১,১৯,৫০০ বর্গ মাইল। ওমানের আয়তনের দিক দিয়ে বিশ্বের ৭০ তম বৃহত্তম দেশ। ওমানের সীমানা তিনটি দেশ রয়েছে। ওমানের সীমানা সৌদি আরব ৬৭৬ কিলোমিটার বা ৪২০ মাইল, সংযুক্ত আরব আমিরাত ৪১০ কিলোমিটার বা ২৫০ মাইল ইয়েমেন ২৮৮ কিলোমিটার ১৭৯ মাইল। ওমানের ১০০% স্থলভাগ এবং জলভাগ নগণ্য। ওমানের উপকূলরেখা ৩,১৬৫ কিলোমিটার ১,৯৬৭ মাইল। ইতিহাসের থেকে জানা যায় ওমান উপকূল ওমানীয় সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url