ইয়েমেনের রাজধানীর নাম কী

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ইয়েমেনের রাজধানীর নাম কী। যদি আপনি না জেনে থাকেন ইয়েমেনের রাজধানীর নাম কী তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন। এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন ইয়েমেনের রাজধানীর নাম কী। চলুন জেনে নেয়া যাক ইয়েমেনের রাজধানীর নাম কী। 

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

ইয়েমেনের রাজধানীর নাম কী

ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। ইয়েমেন রাজধানী সানা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। সানা সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২,৩০০ মিটার বা ৭,৫০০ ফুট। ইয়েমেন রাজধানী সানার জনসংখ্যা হলো ৩২,৯২,৪৯৭ জন। সানা ইয়েমেনের সর্ববৃহৎ শহরে পরিনত করেছে। ইয়েমেন রাজধানীর সানা দুটি অংশে বিভক্ত তাহলে সানা পুরাতন শহর এবং নতুন শহর। সানার আয়তন হলো ১২৬ বর্গ কিলোমিটার বা ৪৯ বর্গ মাইল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ