ইরানের রাজধানীর নাম কি

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে ইরানের রাজধানীর নাম কি। যদি আপনি না জেনে থাকেন ইরানের রাজধানীর নাম কি তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন। এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন ইরানের রাজধানীর নাম কি। চলুন জেনে নেয়া যাক ইরানের রাজধানীর নাম কি। 

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

ইরানের রাজধানীর নাম কি

ইরানের রাজধানীর নাম হলো তেহরান। ইরানের রাজধানীর মূল তেহরান শহরে প্রায় ৮৭ লক্ষ লোক বসবাস করে। এবং বৃহত্তর তেহরানের মহানগর অঞ্চলে ১.৫ কোটি জনসংখ্যার বসবাস করে । যার কারণে তেহরান ইরান তথা পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর। ইরানের রাজধানী তেহরান কায়রোর  পরে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটান এলাকা। বৃহত্তর তেহরানের জনসংখ্যার দিক দিয়ে  সারা বিশ্বে ২৪তম স্থানে রয়েছে। তেহরানের  বহুমুখী উন্নয়ন ও অত্যাধুনিক স্থাপত্যের জন্যও পরিচিত। তেহরানের পৌর এলাকা আয়তন হলো ৬১৫ বর্গ কিলোমিটার। এবং মহানগরের আয়তন হলো ২,২৩৫ বর্গ কিলোমিটার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ