আর্মেনিয়ার রাজধানীর নাম কী
প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে আর্মেনিয়ার রাজধানীর নাম কী। যদি আপনি না জেনে থাকেন আর্মেনিয়ার রাজধানীর নাম কী তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন। এই টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন আর্মেনিয়ার রাজধানীর নাম কী। চলুন জেনে নেয়া যাক আর্মেনিয়ার রাজধানীর নাম কী।
আর্মেনিয়ার রাজধানীর নাম কী
আর্মেনিয়ার রাজধানীর নাম হলো ইয়েরেভান। ইয়েরেভান হচ্ছে আর্মেনিয়ার রাজধানী ও দেশটির সবচেয়ে বৃহত্তম শহর। ইয়েরেভান বিশ্বের অন্যতম পু্রোনো, সর্বদা জনবসতিপূর্ণ এর লোকসমাগম থাকা শহরগুলোর মধ্যে অন্যতম শহর। ইয়েরেভান হ্রাজডেন নদীর তীরে অবস্থিত। আর্মেনিয়ার প্রশসনিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে ইয়েরেভান। ইয়েরেভান ১৯১৮ সাল থেকে আর্মেনিয়ার রাজধানী হিসেবে পরিচিত। ইয়েরেভানের আয়তন হলো ২২৩ বর্গ কিলোমিটার। ইয়েরেভানের বর্তমান জনসংখ্যা হলো ১০,৮৩,৬০০ জন। ইয়েরেভানের জনসংখ্যার ঘনত্ব ৪,৮২৪ বর্গ কিলোমিটার।