প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে পানামা কোন মহাদেশ অবস্থিত এবং পানামার ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি পানামা কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি পানামা কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
পানামা কোন মহাদেশে অবস্থিত
পানামা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। পানামা উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত। পানামা পূর্বে কলম্বিয়ার অধীন ছিল। পানামার রাজধানীর নাম হলো পানামা সিটি। পানামা আয়তন হলো ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে পানামা বিশ্বের ১১৬ তম বৃহত্তম দেশ। পানামা পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। পানামার জনসংখ্যা ৪,০৩৪,১১৮ জন।
0 মন্তব্যসমূহ