প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে ডেনমার্ক কোন মহাদেশ অবস্থিত এবং ডেনমার্কের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি ডেনমার্ক কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি ডেনমার্ক কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
ডেনমার্ক কোন মহাদেশে অবস্থিত
ডেনমার্ক ইউরোপ মহাদেশে অবস্থিত। ডেনমার্কের আয়তন হলো ৫,৪৫১,৮২৬ বর্গ কিলোমিটার। ডেনমার্কের রাজধানীর নাম হলো কোপেনহেগেন। কোপেনহেগেন হলো ডেনমার্কের বৃহত্তম শহর। তাছাড়া ও ডেনমার্কে আরও দুটি বৃহত্তম শহর রয়েছে তাহলে আরাফাস, আলব্রোগা। ডেনমার্কের ৬০ ভাগ জমি আবাদযোগ্য সমতল ভূমি। ডেনমার্কের সর্বোচ্চ বিন্দু হলো মোলেহো। ডেনমার্কের স্থলভাগ ৯৮% এবং জলভাগ ২%।
0 মন্তব্যসমূহ