বাংলাদেশের উপজাতি | প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান


প্রশ্নঃ বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা কত?

উত্তরঃ ১৫ লক্ষ ৮৬ হাজার। 

প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে উপজাতির লোক সংখ্যা মোট জনসংখ্যার কত ভাগ?

উত্তরঃ ১.১০%

প্রশ্নঃ বাংলাদেশে কোন উপজাতি সবচেয়ে বেশি বাস করে?

উত্তরঃ চাকমা

প্রশ্নঃ বাংলাদেশের উপজাতিদের কত ভাগ শিক্ষিত?

উত্তরঃ ৯০%

প্রশ্নঃ গারো উপজাতিরা কোথায় বাস করে

উত্তরঃ ময়মনসিংহে। 

প্রশ্নঃ চাকমা উপজাতিরা প্রধানত কোথায় বাস করে?

উত্তরঃ রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে।

প্রশ্নঃ বাংলাদেশে চাকমা জনসংখ্যা কত? 

উত্তরঃ ২.৫০ লাখ। 

প্রশ্নঃ সাঁওতালরা কোথায় বাস করে?

উত্তরঃ রাজশাহী ও দিনাজপুর জেলায়। 

প্রশ্নঃ দেশে সাঁওতাল জনসংখ্যা কত? 

উত্তরঃ ২.৩ লক্ষ প্রায়। 

প্রশ্নঃ উপজাতিদের কোনটি পিতৃতান্ত্রিক?

উত্তরঃ মারমা।

প্রশ্নঃ মারমা জনসংখ্যার পরিমাণ কত?

উত্তরঃ ১.৮ লক্ষ

প্রশ্নঃ রাখাইন উপজাতিরা প্রধানত কোন জেলায় বাস করে?

উত্তরঃ পটুয়াখালিতে।

প্রশ্নঃ বাংলাদেশে মোট গারো উপজাতিদের সংখ্যা কত? 

উত্তরঃ ৭২ হাজার

প্রশ্নঃ বাংলাদেশে টিপরা উপজাতিদের সংখ্যা কত? উত্তরঃ ৮২ হাজার (প্রায়)।

প্রশ্নঃ মারমা উপজাতিরা কোথায় বাস করে?

উত্তরঃ কক্সবাজারে। 

প্রশ্নঃ হাজং রা কোথায় বাস করে?

উত্তরঃ ময়মনসিংহ ও নেত্রকোনায়। 

প্রশ্নঃ রাজবংশীরা কোথায় বাস করে?

উত্তরঃ রংপুরে।

প্রশ্নঃ বগুড়ায় কোন কোন উপজাতি বাস করে? উত্তরঃ গারো, হাজং, হদি ও দালুই।

প্রশ্নঃ সাঁওতালদের দেবতার নাম কী কী? 

উত্তরঃ সুট, মারাং ও বেজ্ঞার। 

প্রশ্নঃ মুরংদের দেবতার নাম কী?

উত্তরঃ ওরেং

প্রশ্নঃ মুরংরা কোথায় বাস করে?

উত্তরঃ বান্দরবান জেলার গভীর অরণ্যে। 

প্রশ্নঃ মুরংদের উৎসবের নাম কী? 

উত্তরঃ মুৎসালাং

প্রশ্নঃ আদিবাসী রাখাইনদের বর্ষবর অনুষ্ঠানকে কী বলা হয়? 

উত্তরঃ সাংগ্রেন

প্রশ্নঃ চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কী বলে? উত্তরঃ বিষ্ণু

প্রশ্নঃ  টিপরা উপজাতি কোথায় বাস করে? 

উত্তরঃ রাঙ্গামাটি ও রামগে

প্রশ্নঃ কুকিদের কোথায় দেখা যায়?

উত্তরঃ সাজেক ভ্যালি (রাঙ্গামাটি)। 

প্রশ্নঃ হদিরা কোন জেলায় বাস করে?

উত্তরঃ নেত্রকোনা জেলায়। 

প্রশ্নঃ পাংখো উপজাতি কোথায় বাস করে? 

উত্তরঃ বান্দরবান জেলার 

প্রশ্নঃ খাসিয়া উপজাতিরা কোথায় বাস করে?

উত্তরঃ সিলেটে। 

প্রশ্নঃ বনজোগী উপজাতি কোথায় বাস করে?

উত্তরঃ বান্দরবান জেলার গভীর অরণ্যে। 

প্রশ্নঃ বাংলাদেশে কতটি উপজাতি বাস করে? উত্তরঃ ৪৫টি। 

প্রশ্নঃ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিবিসিধি কোথায়?

উত্তরঃ নেত্রকোনা জেলায়। 

প্রশ্নঃ বাংলাদেশে উপজাতি পুরুষ ও মহিলার অনুপাত কত?

উত্তরঃ ৩০৮.৯১

প্রশ্নঃ চাকমা শব্দের অর্থ কী?

উত্তরঃ মানুষ।

প্রশ্নঃ চাকমাদের ধর্ম কি?

উত্তরঃ বৌদ্ধ। 

প্রশ্নঃ বাংলাদেশে নৃ-জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ চট্টগ্রামের আগ্রাবাদে 

প্রশ্নঃ লুসাই উপজাতি কোথায় দেখা যায়?

উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে। 

প্রশ্নঃ বাংলাদেশে কোন বিভাগে কোনো উপজাতি বাস করে না?

উত্তরঃ খুলনা বিভাগ। 

প্রশ্নঃ মুরংদের দেবতার নাম কী?

উত্তরঃ মুৎসালং

প্রশ্নঃখুমী উপজাতিরা কোথায় বাস করে?

উত্তরঃ বান্দরবানে।

প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রাম যোগাযোগ কমিটির নেতার নাম কী?

উত্তরঃ হংসধ্বজ চাকমা। 

প্রশ্নঃ শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ মানবেন্দ্র নারায়ণ লারমা। 

প্রশ্নঃ শান্তিবাহিনীর গোয়েন্দা সংস্থার নাম কী?

উত্তরঃ গণলাইন। 

প্রশ্নঃ বণিকদের বিরুদ্ধে কোন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন?

উত্তরঃ জুম্মা খান। 

প্রশ্নঃ তনচংগা উপজাতিরা কোথা বাস করে?  উত্তরঃ রাঙ্গামাটি।

প্রশ্নঃ আদিবাসী ও উপজাতিদের জীবনধারা নিয়ে কে সর্বাধিক বই লেখেন?

উত্তরঃ কবি আব্দুস সাত্তার। 

প্রশ্নঃ কোন উপজাতিরা মুসলমান?

উত্তরঃ পাঙন। 

প্রশ্নঃ কোন উপজাতিরা পুরুষদের চেয়ে বেশি বয়স্ক মেয়েদের বিয়ে করে?

উত্তরঃ তনচংগা 

প্রশ্নঃ কোন উপজাতিদের ভাষা কুরুখ নামে পরিচিত?

উত্তরঃ ওরাও। 

প্রশ্নঃ খাগড়াছড়িতে কোন কোন উপজাতি বাস করে?

উত্তরঃ  চাকমা ও টেপরা। 

প্রশ্নঃ সিলেটে কোন কোন উপজাতি বাস করে? উত্তরঃ মনিপুরী ও খাসিয়া ।

প্রশ্নঃ বগুড়ায় কোন কোন উপজাতি বাস করে?

উত্তরঃ সাঁওতাল ও ওরাল।

প্রশ্নঃ প্রধান প্রধান উপজাতীয়দের নাম কী কী? উত্তরঃ চাকমা, মারমা, ত্রিপুরা, তাচংগা, মুরাং, উঁচি, লুসাই, পাংকুয়া, চক, খিয়াং, খুমী, সাঁওতাল, মনিপুরী, বনযোগী, কুকী, পারঘো, গারো, হাজং, খাসিয়া ও রাজবংশী।

প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক কোন উপজাতি?

উত্তরঃ চাকমা।

প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামে মারমা ও ত্রিপুরাদের সংখ্যা কত?

উত্তরঃ ৯.৩৬ ২.৪৭%।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url