who এর বর্তমান মহাসচিব কে
প্রিয় পাঠক আজকের এই টিউটোরিয়ালে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালনকারী সংস্থা who এর বর্তমান মহাসচিব কে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, আপনি যদি who এর বর্তমান মহাসচিব কে এটা না জানেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য, যার মাধ্যমে আপনি who এর বর্তমান মহাসচিব কে এবং তার জীবনী সম্পর্কে জানতে পারবেন, চলুন জেনে নেয়া যাক।
who এর বর্তমান মহাসচিব কে
who যার পূর্ণরূপ হচ্ছে world health organisation অর্থাৎ বিশ্ব সাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালনকারী এই সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে। এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন দলের অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান, সংস্থাটির গভর্নিং বা প্রশাসনিক কাঠামো এবং নীতি স্থাপন করে। বিশ্ব সাস্থ্য সংস্থার প্রধান উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা। এর বর্তমান মহাপরিচালক হলেন টেড্রস আধানোম।