প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে উজবেকিস্তান কোন মহাদেশ অবস্থিত এবং উজবেকিস্তানের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি উজবেকিস্তান কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি উজবেকিস্তান কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
উজবেকিস্তান কোন মহাদেশে অবস্থিত
উজবেকিস্তান এশিয়া মহাদেশে অবস্থিত। উজবেকিস্তান সীমান্তে রয়েছে পাঁচটি স্থলবেষ্টিত দেশ। সেগুলো হলো উত্তরে কাজাখস্তান, দক্ষিণে আফগানিস্তান, পূর্বে কিরগিজস্তান,পশ্চিমে তুর্কমেনিস্তান অবস্থিত। উজবেকিস্তান এর রাজধানীর নাম হলো তাশখন্দ। উজবেকিস্তানে বারোটি প্রদেশ আছে। উজবেকিস্তানের বেশির ভাগ এলাকা সমতল মরুভূমি। উজবেকিস্তানের পূর্বভাগে রয়েছে সুউচ্চ পর্বতমালা।
0 মন্তব্যসমূহ