কাতার কোন মহাদেশে অবস্থিত

প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে কাতার কোন মহাদেশ অবস্থিত এবং কাতারের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি কাতার কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি কাতার কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,


কাতার কোন মহাদেশে অবস্থিত

কাতার এশিয়া মহাদেশে অবস্থিত। কাতার আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত উপদ্বীপে অবস্থিত। কাতার আরব উপদ্বীপের মত একটি শুষ্ক ও উত্তপ্ত মরু এলাকা। কাতারে প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য এবং ভূপৃষ্ঠস্থ কোন জলাশয় নেই। কাতারের বেশির ভাগ লোক শহরে বসবাস করে। কাতরের  রাজধানীর নাম হলো দোহা। কাতারে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে কাতার অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। কাতারের বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো মধ্যে একটি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ