প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের এই টিউটোরিয়ালে পাল বংশের প্রতিষ্ঠাতা কে এবং পাল বংশের প্রতিষ্ঠাতা এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করা হবে। আপনি যদি পাল বংশের প্রতিষ্ঠাতা কে এটা জানতে চান তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য যার মাধ্যমে আপনি পাল বংশের প্রতিষ্ঠাতা কে এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
পাল বংশের প্রতিষ্ঠাতা কে
পাল সাম্রাজ্য হচ্ছে ভারতীয় উপমহাদেশের ধ্রুপদি পরবর্তী যুগের একটি সাম্রাজ্য। পাল বংশের নামকরণ করা হয় পাল সাম্রাজ্যের শাসক পাল রাজবংশের নামানুসারে। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল, যিনি প্রথম গোপাল নামে অধিক পরিচিত। পাল সাম্রাজ্যের আবির্ভাব হয় ৭৫০ সালের দিকে। অধুনা বাংলা ও পূর্ব বিহারের ভূখণ্ড পাল সাম্রাজ্যের প্রধান কেন্দ্র ছিল। এই সাম্রাজ্যের প্রধান শহর গুলর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাটলীপুত্র, বিক্রমপুর, রামাবতী, মুঙ্গের, তাম্রলিপ্ত ও জগদ্দল।
0 মন্তব্যসমূহ