প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে ওমান কোন মহাদেশ অবস্থিত এবং ওমানের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি ওমান কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি ওমান কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
ওমান কোন মহাদেশে অবস্থিত
ওমান এশিয়া মহাদেশে অবস্থিত। ওমান একটি মরুভূমি দেশ। ওমানের প্রায় ৮০ ভাগেরও বেশি এলাকায় জুড়ে মরুভূমি। ওমান সংখ্যালঘু ইবাদি মুসলিম লোকেরা বাস করে। তারা শিয়া ও সুন্নীদের চেয়ে স্বতন্ত্র। ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন। ওমানের সরকারি নাম হলো ওমান সালতানাত। ওমানের ১৫% পর্বত এবং মাত্র ৩% উপকূলীয় সমভূমি। ওমানের বেশির ভাগ লোকালয় সমুদ্র উপকূলে অবস্থিত।
0 মন্তব্যসমূহ