মিয়ানমার কোন মহাদেশে অবস্থিত
প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে মিয়ানমার কোন মহাদেশ অবস্থিত এবং মিয়ানমারের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি মিয়ানমার কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি মিয়ানমার কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
মিয়ানমার কোন মহাদেশে অবস্থিত
মিয়ানমার এশিয়া মহাদেশে অবস্থিত। মিয়ানমারের সরকারি নাম হলো মিয়ানমার সংঘ প্রজাতন্ত্র। মিয়ানমারের রাজধানীর নাম হলো নেপিডো। এবং মিয়ানমারেন বৃহত্তম শহর হলো ইয়াঙ্গুন। মিয়ানমারের জনসংখ্যা হলো ৫৩,৫৮২,৮৫৫ জন। মিয়ানমারের আয়তন ৬৭৬,৫৫২ বর্গকিলোমিটার। মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ। মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের বৃহত্তম। মিয়ানমার সর্বোচ্চ পর্বত হলো হকাকাব রাজি। এবং দীর্ঘতম নদী হলো ইরাবতী নদী।