জর্ডান কোন মহাদেশে অবস্থিত
প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে জর্ডান কোন মহাদেশ অবস্থিত এবং জর্ডানের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি জর্ডান কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি জর্ডান কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
জর্ডান কোন মহাদেশে অবস্থিত
জর্ডান এশিয়া মহাদেশে অবস্থিত। জর্ডানের উত্তরে, সিরিয়া, দক্ষিণে সৌদি আরব,পূর্বে ইরাক, পশ্চিমে ইসরায়েল ও পশ্চিম তীর অবস্থিত। বর্তমানে জর্ডানের আয়তন ৮৯,৫৫৬ বর্গকিলোমিটার। জর্দানের রাজধানীর নাম হলো আম্মান ।জর্ডানের ভূপ্রকৃতি ঊষর মরুভূমিময়। জর্ডান প্রাকৃতিক সম্পদের পরিমাণও কম। কিন্তু মধ্যপ্রাচ্যের ইতিহাসে জর্দান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে জর্দান উসমানীয় সাম্রাজ্য এর অংশ ছিল।