আয়ারল্যান্ড কোন মহাদেশে অবস্থিত

প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে আয়ারল্যান্ড কোন মহাদেশ অবস্থিত এবং আয়ারল্যান্ডের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি আয়ারল্যান্ড কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি আয়ারল্যান্ড কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,


আয়ারল্যান্ড কোন মহাদেশে অবস্থিত

আয়ারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত। আয়ারল্যান্ড একটি দ্বীপ রাষ্ট্র। আয়ারল্যান্ডের সরকারি নাম হলো  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো ডাবলিন। ডাবলিন আয়ারল্যান্ড দ্বীপের সর্ববৃহৎ শহর। আয়ারল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কারাউনটুয়োহিল। আয়ারল্যান্ডেন উপকূলে অনেক ছোট দ্বীপ, উপদ্বীপ ও উপসাগর আছে। তাছাড়া ও রয়েছে বড় বড় হ্রদ। আয়ারল্যান্ডের আয়তন হলো ৭০,২৭৩ বর্গ কিলোমিটার। আয়ারল্যান্ড বিশ্বের ১১৮ তম বৃহত্তম দেশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ