ইরান কোন মহাদেশে অবস্থিত
প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে ইরান কোন মহাদেশ অবস্থিত এবং ইরানের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি ইরান কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি ইরান কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
ইরান কোন মহাদেশে অবস্থিত
ইরান পশ্চিম এশিয়া মহাদেশে অবস্থিত। ইরানের পশ্চিমে তুরস্ক, দক্ষিণে পারস্য উপসাগর, পূর্বে আফগানিস্তান, উত্তরে কাষস্পিয়ন। ইরান হচ্ছে বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলো মধ্যে একটি। ইরানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে দামভান্দ পর্বত। দামভান্দ পর্বত হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পর্বত। ইরানে পর্বতগুলি একটি ক্রিয়াশীল ভূমিকম্প এলাকার উপর অবস্থিত। ইরানে প্রতি বছর অনেক ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে। এবং কিছুদিন পর পরই ঘটে বড় আকারের ভূমিকম্প। যার ফলে ইরানে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক সীমানা অনুযায়ী সীমান্তের প্রায় অর্ধেকই তটরেখা।