জার্মানি কোন মহাদেশে অবস্থিত

প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে জার্মানি কোন মহাদেশ অবস্থিত এবং জার্মানির  ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি জার্মানি কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি জার্মানি কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।

আমাদের বিশ্ব, সাধারন প্রশ্ন উত্তর, নতুন বিশ্ব, অজানা তথ্য, আজকের বিশ্ব, সাধারন জ্ঞান, জেনারেল নলেজ, কুইজ, ধাঁধা, এমসিকিউ, আইকিউ, বিসিএস প্রিলিমিনারি,

জার্মানি কোন মহাদেশে অবস্থিত

জার্মানি ইউরোপ মহাদেশে অবস্থিত। জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। জার্মানির আয়তন হলো ৩,৫৭,০২২ বর্গ কিলোমিটার। জার্মানির  ৩,৪৯,২২৩ বর্গ কিলোমিটার ভূমি এবং বাকী ৭, ৭৯৮ বর্গ কিলোমিটার জলভাগ। জার্মানি আয়তনের দিক দিয়ে ইউরোপের সপ্তম তম বৃহত্তম দেশ। এবং বিশ্বের ৬৩ তম বৃহত্তম দেশ। জার্মানির উত্তরে ডেনমার্ক, দক্ষিণে অষ্ট্রিয়া, পূর্বে পোল্যান্ড, পশ্চিমে বেলজিয়াম অবস্থিত। জার্মানির রাজধানীর নাম হলো বার্লিন। জার্মানির সরকারি নাম হলো সংযুক্ত প্রজাতান্ত্রী জার্মানি। জার্মানি ১৬টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ