প্রিয় পাঠক আজকের বিষয় হচ্ছে চীন কোন মহাদেশ অবস্থিত এবং চীনের ভূগোল সম্পর্কে প্রাথমিক আলোচনা করা। আপনি যদি চীন কোন মহাদেশ অবস্থিত এটা না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য। যা থেকে আপনি চীন কোন মহাদেশ অবস্থিত এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
চীন কোন মহাদেশে অবস্থিত
চীন এশিয়া মহাদেশে অবস্থিত। চীন জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র।৷ চীনের রাজধানীর নাম হলো বেইজিং। চীনে চারটি কেন্দ্রশাসিত পৌরসভা, দুইটি প্রায়-স্বায়ত্বশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং পাঁচটি স্বায়ত্বশাসিত অঞ্চল। তাছাড়াও চীন তাইওয়ানের ওপরে সার্বভৌমত্ব দাবী করে আসছে। চীনের উল্লেখযোগ্য প্রধান নগর অঞ্চলের মধ্যে সাংহাই, কুয়াংচৌ, বেইজিং, ছোংছিং, শেনচেন, থিয়েনচিন ও হংকং।
0 মন্তব্যসমূহ