অর্থনীতির জনক কে
প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকের এই টিউটোরিয়ালে অর্থনীতির জনক কে এবং অর্থনীতির জনক এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করা হবে। আপনি যদি অর্থনীতির জনক কে এটা জানতে চান তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য যার মাধ্যমে আপনি অর্থনীতির জনক কে এটা জানতে পারবেন চলুন জেনে নেয়া যাক।
অর্থনীতির জনক কে
অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ,১৭৭৬ সালে উনচর লেখা An Inquiry into the nature and Causes of the wealth of nations নামে একটি বই রচনা করেন যেখানে তিনি অর্থনীতির মূল বিষয়গুলো সম্পর্কে ধারণা দেন৷ এই বইকে Bible of Economicsও বলা হয়।
অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডের ফিফের ক্রিকক্যাল্ডি শহরের একজন রাজস্ব নিয়ন্ত্রকের পুত্র ছিলেন। ১৪ বছর বয়সে স্মিথ গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সেখানে তিনি ফ্রান্সিস হাচিসনের অধীনে দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন।