প্রশ্নঃ সামোয়ার ক্রিকেট পরিচালনাকারী সংস্থার নাম কি?
উত্তরঃ সামোয়া আন্তর্জাতিক ক্রিকেট অ্যাসোসিয়েশন।
প্রশ্নঃ সামোয়া ক্রিকেট দলের অধিনায়ক কে?
উত্তরঃ জিওফ ক্লার্ক।
প্রশ্নঃ সামোয়া ক্রিকেট দলের প্রধান প্রশিক্ষক কে?
উত্তরঃ মারফি সোয়া।
প্রশ্নঃ সামোয়া ক্রিকেট দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান কে?
উত্তরঃ ডোম মাইকেল।
প্রশ্নঃ সামোয়া ক্রিকেট দলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার কে?
উত্তরঃ ড্যানিয়েল বার্গেস।
প্রশ্নঃ টি২০ ক্রিকেটে সামোয়ার আইসিসি র্যাংকিং কত?
উত্তরঃ ৫৪তম
প্রশ্নঃ সামোয়া প্রথম টি২০ ক্রিকেট খেলে কবে?
উত্তরঃ 8 জুলাই ২০১৯ সালে।
প্রশ্নঃ সামোয়া মোট কতটি টি২০ ম্যাচ খেলেছে?
উত্তরঃ ৪ টি
প্রশ্নঃ সামোয়া সর্বশেষ টি২০ ম্যাচ খেলেছে কবে?
উত্তরঃ ১২ জুলাই ২০১৯ সালে।
প্রশ্নঃ সামোয়া মোট কতটি টি২০ ম্যাচ জিতেছে?
উত্তরঃ ১ টি
প্রশ্নঃ সামোয়া মোট কতটি টি২০ ম্যাচ হেরেছে?
উত্তরঃ ৩ টি
প্রশ্নঃ সামোয়ায় কতটি টি২০ ম্যাচ ড্র করেছে?
উত্তরঃ ০
প্রশ্নঃ সামোয়ার কতগুলো ক্রিকেট স্টেডিয়াম আছে?
উত্তরঃ ৭ টি
প্রশ্নঃ সামোয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোনটি?
উত্তরঃ মোই আন্তর্জাতিক ক্রীড়া কেন্দ্র।
0 মন্তব্যসমূহ