হরিয়ানা সম্পর্কে প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান

প্রশ্নঃ হরিয়ানা প্রতিষ্টিত হয়েছিল কত সালে?

উত্তরঃ ১৯৬৬ সালে। 

প্রশ্নঃ হরিয়ানার আয়তন কত কিলোমিটার? 

উত্তরঃ ৪৪,২১২ বর্গ। 

প্রশ্নঃ হরিয়ানার রাজ্যপালের নাম কী?

উত্তরঃ জগন্নাথ পাহাড়িয়া।

প্রশ্নঃ হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কী?

উত্তরঃ ভূপিন্দর সিং হুদা।

প্রশ্নঃ হরিয়ানার সরকারি ভাষা কোনটি?

উত্তরঃ হিন্দি।

প্রশ্নঃ হরিয়ানার রাজধানীর নাম কী? 

উত্তরঃ চণ্ডীগড়।


প্রশ্নঃ হরিয়ানার বৃহত্তম নগরী কোনটি?

উত্তরঃ ফরিদাবাদ।


প্রশ্নঃ হরিয়ানার কয়টি জেলা আছে? 

উত্তরঃ ২২ টি।


প্রশ্নঃ হরিয়ানার বৃহত্তম জেলা কোনটি?

উত্তরঃ হিসার।


প্রশ্নঃ হরিয়ানার ক্ষুদ্রতম জেলা কোনটি?

উত্তরঃ ফরিদাবাদ।


প্রশ্নঃ হরিয়ানার কয়টি নদী আছে?

উত্তরঃ ১০+


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে বড় নদী কোনটি?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে ছোট নদী কোনটি?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি সাগর আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে বড় সাগর কোনটি?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি পাহাড় আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে বড় পাহাড় কোনটি?

উত্তরঃ শিবালিক পাহাড়। 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি ঝর্না আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে বড় ঝর্না কোনটি?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি দ্বীপ আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি চর আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার বৃহত্তম চর কোনটি?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার জনসংখ্যা কত? 

উত্তরঃ ২,৫৩,৫৩,০৮১ জন।


প্রশ্নঃ হরিয়ানার জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তরঃ ৫৭৩ বর্গ কিলোমিটার। 


প্রশ্নঃ হরিয়ানার জনসংখ্যা বৃদ্ধি হার কত?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার মুসলিমদের সংখ্যা কত?

উত্তরঃ ৭.০৩%।


প্রশ্নঃ হরিয়ানার হিন্দু ধর্ম সংখ্যা কত?

উত্তরঃ ৮৭.৪৬%।


প্রশ্নঃ হরিয়ানার খ্রিস্টান সংখ্যা কত?

উত্তরঃ ০.২০%।


প্রশ্নঃ হরিয়ানার বৌদ্ধদের সংখ্যা কত? 

উত্তরঃ ০.০৩%।


প্রশ্নঃ হরিয়ানার জৈনদের সংখ্যা কত? 

উত্তরঃ ০.২১%।


প্রশ্নঃ হরিয়ানার শিখদের সংখ্যা কত? 

উত্তরঃ ৪.৯১%।


প্রশ্নঃ হরিয়ানার অন্যান্য ধর্মীয়দের সংখ্যা কত? 

উত্তরঃ ০.১৮%।


প্রশ্নঃ হরিয়ানার পুরুষের সংখ্যা কত?

উত্তরঃ ১৩,৪৯৪,৭৩৪ জন।


প্রশ্নঃ হরিয়ানার নারীদের সংখ্যা কত?

উত্তরঃ ১১,৮৫৬,৭২৮ জন।


প্রশ্নঃ হরিয়ানার জাতীয় উৎসব কোনটি?

উত্তরঃ তিজ।


প্রশ্নঃ হরিয়ানার কয়টি মসজিদ আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি মন্দির আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি গীর্জা আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সাক্ষরতা হার কত?

উত্তরঃ ৭৬.৬৪ %।


প্রশ্নঃ হরিয়ানার কয়টি বিশ্ববিদ্যালয় আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি কলেজ আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি স্কুল আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি মাধ্যমিক বিদ্যালয় আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি মেডিকেল কলেজ আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি সরকারি কলেজ আছে? 

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি রেল স্টেশন আছে?

উত্তরঃ ২২১ টি।


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে বড় রেলস্টেশন কোনটি?

উত্তরঃ রেওয়ারি জংশন রেলওয়ে স্টেশন।


প্রশ্নঃ হরিয়ানার কয়টি বিমানবন্দর আছে?

উত্তরঃ ৭ টি।


প্রশ্নঃ হরিয়ানার কয়টি নদীবন্দর আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে বড় নদীবন্দর কোনটি?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি সেতু আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে বড় সেতুর নাম কী?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার কয়টি সমুদ্রবন্দর আছে?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সবচেয়ে বড় সমুদ্রবন্দর কোনটি ?

উত্তরঃ 


প্রশ্নঃ হরিয়ানার সময় অঞ্চল কত?

উত্তরঃ ইউটিসি+০৫:৩০।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url