ওয়ান ব্যাংক সম্পর্কে প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান


প্রশ্নঃ ওয়ান ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিলো কবে?

উত্তরঃ ১৯৯৯সালে


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ কাওরান বাজার, ঢাকা


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের পণ্যসমূহ কি কি?

উত্তরঃ রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের অনুমোদিত মূলধন কত?

উত্তরঃ ৫৮২৪ মিলিয়ন


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের পরিশোধিত মূলধন কত?

উত্তরঃ ১৫৫৮মিলিয়ন


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের মোট সম্পদ কত?

উত্তরঃ ৫৮২৪ মিলিয়ন টাকা। 


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের সুইফট কোড কত?

উত্তরঃ ONEBBDDH


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের মোট কয়টি শাখা আছে?

উত্তরঃ ১১১টি


প্রশ্নঃ ওয়ান বাংলাদেশে ব্যাংকের মোট কয়টি শাখা আছে?

উত্তরঃ ১১১টি


প্রশ্নঃ ওয়ান বিদেশে ব্যাংকের মোট কয়টি শাখা আছে?

উত্তরঃ নাই


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের গ্রামাঞ্চলীয় শাখা কয়টি?

উত্তরঃ 


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের শহুরে শাখা কয়টি?

উত্তরঃ ২৭টি


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের প্রিন্সিপাল অফিস কয়টি?

উত্তরঃ


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয় কয়টি?

উত্তরঃ ১টি


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের জিএম কার্যালয় কয়টি?

উত্তরঃ ৩৯টি


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কত?

উত্তরঃ ১৪০০ প্রায়


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কতজন?

উত্তরঃ ১১ জন


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের চেয়ারম্যান কে?

উত্তরঃ এ. এস. এম. শহীদুল্লাহ্ খান


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?

উত্তরঃ মনজুর মফিজ 


প্রশ্নঃ ওয়ান ব্যাংক ইসলামী ব্যাংকিং চালু করে কবে?

উত্তরঃ ২০০৮ সালে


প্রশ্নঃ ওয়ান ব্যাংকের ই-সেবা চালু হয় কবে?

উত্তরঃ ২০০৮ সালে







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url