বুর্জ খলিফা সম্পর্কে প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান



প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোনটি?

উত্তরঃ বুর্জ খলিফা।


প্রশ্নঃ বুর্জ খলিফা কোথায় অবস্থিত?

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।  


প্রশ্ন বুর্জ খলিফার উচ্চতা কত মিটার?

উত্তরঃ ৮২৯.৮ মিটার


প্রশ্নঃ বুর্জ খলিফা উচ্চতা কত ফুট?

উত্তরঃ ২,৭২২ ফুট


প্রশ্নঃ বুর্জ খলিফা কত তলা?

উত্তরঃ ১৫৪+৯


প্রশ্নঃ বুর্জ খলিফা নির্মাণ শুরু হয়েছিল কতসালে?

উত্তরঃ ২০০৪ সালে।


প্রশ্নঃ বুর্জ খলিফার কাজ সমাপ্তি হয় কতসালে? 

উত্তরঃ ২০০৯ সালে।


প্রশ্নঃ বুর্জ খলিফা সম্পূর্ণ হয় কতসালে? 

উত্তরঃ ২০০৯ সালে


প্রশ্নঃ বুর্জ খলিফা খোলা হয় কতসালে? 

উত্তরঃ ২০১০ সালে।


প্রশ্নঃ বুর্জ খলিফা উদ্বোধন করা হয় কতসালে? 

উত্তরঃ 


প্রশ্নঃ বুর্জ খলিফার নির্মাণ ব্যয় কত?

উত্তরঃ ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।


প্রশ্নঃ বুর্জ খলিফার স্বত্বাধিকারী কে?

উত্তরঃ এমার প্রপার্টিজ


প্রশ্নঃ বুর্জ খলিফায় কয়টি লিফট আছে?

উত্তরঃ ৫৭ টি


প্রশ্নঃ বুর্জ খলিফার স্থপতি কে?

উত্তরঃ অ্যাড্রিয়ান স্মিথ।


প্রশ্নঃ বুর্জ খলিফার গাঠনিক প্রকৌশলী কে?

উত্তরঃ উইলিয়াম এফ. বেকার


প্রশ্নঃ বুর্জ খলিফার প্রধান ঠিকাদার কে?

উত্তরঃ স্যামসাং সিএন্ডটি কর্পোরেশন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ