তাজমহল সম্পর্কে সাধারণ জ্ঞান

তাজমহল প্রশ্ন উত্তর, তাজমহল সাধারণ জ্ঞান,


প্রশ্নঃ বিশ্বের সপ্তম আশ্চর্য কোনটি?

উত্তরঃ তাজমহল


প্রশ্নঃ তাজমহল কোন দেশে অবস্থিত?

উত্তরঃ ভারত


প্রশ্নঃ তাজমহলের অবস্থান কোথায়?

উত্তরঃ ভারতে উত্তর প্রদেশ আগ্রায়।


প্রশ্নঃ তাজমহল তৈরি করেন কে?

উত্তরঃ সম্রাট শাহজাহান। 


প্রশ্নঃ তাজমহল কার নামে নামকরণ করা হয়েছে?

উত্তরঃ আরজুমান্দ বানু বেগম (মুমতাজ মহল)


প্রশ্নঃ তাজমহল নির্মান করতে কত বছর লেগেছে?

উত্তরঃ ২২ বছর


প্রশ্নঃ তাজমহলের স্থপতি কে?

উত্তরঃ উস্তাদ আহমেদ লাহৌরি


প্রশ্নঃ তাজমহল নির্মাণ শুরু হয়েছিল কত সালে? 

উত্তরঃ ১৬৩২ খ্রিষ্টাব্দে 


প্রশ্নঃ তাজমহল সম্পূর্ণ হয়েছিল কত সালে? উত্তরঃ ১৬৫৩ খ্রিষ্টাব্দে।


প্রশ্নঃ তাজমহলের নির্মান ব্যয় কত?

উত্তরঃ তৎকালীন আনুমানিক ৩২ মিলিয়ন রুপি


প্রশ্নঃ তাজমহল কত জমির উপর নির্মিত হয়েছে? 

উত্তরঃ ৩ একর


প্রশ্নঃ তাজমহলের উচ্চতা কত মিটার?

উতরঃ ৫৫ মিটার লম্বা। 


প্রশ্নঃ তাজমহলের নিজ ব্যাসে কত মিটার?

উত্তরঃ ১৮ মিটার।


প্রশ্নঃ তাজমহল তৈরিতে কত খরচ হয়েছিল? 

উত্তরঃ আনুমানিক ৩২ মিলিয়ন রুপি।


প্রশ্নঃ তাজমহল পর্যটকদের সংখ্যা কত?

উত্তরঃ ২-৩ মিলিয়ন।


প্রশ্নঃ তাজমহল প্রবেশ টিকেটের মূল্য কত?

উত্তরঃ ৪০ টাকা।


প্রশ্নঃ বিদেশিদের জন্য তাজমহল প্রবেশ টিকেটের মূল্য কত?

উত্তরঃ ৫০০-১০০০ টাকা।


প্রশ্নঃ তাজমহল পরিদর্শনে পর্যটকদের অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয় কত সালে?

উত্তরঃ ২০১৪ সালে।


প্রশ্নঃ তাজমহল পরিদর্শনে অনলাইন টিকিটের পরিচালনা করেন কে?

উত্তরঃ আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া।


প্রশ্নঃ তাজমহল ইউনেস্কো মনোনীত হয় কত সালে?

উত্তরঃ ১৯৮৩ সালে।


প্রশ্নঃ বিশ্বের সপ্তম আশ্চর্যে তাজমহল কততম?

উত্তরঃ সপ্তম।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ